শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

২২ মাসেও তনুর ঘাতকরা অজ্ঞাত

সিআইডিকে দুষছে পরিবার

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিরা ২২ মাসেও শনাক্ত হয়নি। মামলায় কোনো অগ্রগতি নেই। এ কারণে দারুণ ক্ষুব্ধ তনুর পরিবার ও বিশিষ্টজনরা। তবে পরিবারের অভিযোগ, ‘এ অবস্থার জন্য সিআইডি দায়ী। তারা একে-ওকে জিজ্ঞাসার নামে সময় ক্ষেপণ করে চলেছে।’

তনুর পারিবারিক সূত্র বলছে, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভিতরে ঘাতকরা তনুকে হত্যার পর তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ ও ডিবির পর ২০১৬ সালের পয়লা এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি কুমিল্লা। তনুর দুই দফা ময়নাতদন্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগ মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করতে পারেনি। শেষ ভরসা ছিল ডিএনএ রিপোর্ট। গত বছরের মে মাসে সিআইডি তনুর জামা-কাপড় থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। পরে সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করার কথা থাকলেও তা করা হয়েছে কিনা- এ নিয়েও সিআইডি কিছুই বলছে না। সর্বশেষ সিআইডির একটি দল সন্দেহভাজন হিসেবে তিনজনকে ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ঢাকা সেনানিবাসের ভিতর জিজ্ঞাসাবাদ করে। এই ব্যক্তিরা তনুর মায়ের সন্দেহ করা আসামি বলেও সিআইডি জানায়। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। সর্বশেষ ২০১৭ সালের ২২ নভেম্বর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, চাচাতো বোন লাইজু ও চাচাতো ভাই মিনহাজকে দিনভর পুরনো বিষয়গুলো নিয়ে ঢাকা সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা। তারপর আর কোনো অগ্রগতি নেই। এ ব্যাপারে গণজাগরণ মঞ্চ কুমিল্লার সংগঠক খায়রুল আনাম রায়হান বলেন, ‘দীর্ঘদিন তনু হত্যার মামলাটি সিআইডিতে পড়ে আছে, মামলার কোনো অগ্রগতি নেই। সিআইডির গা-ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি মামলাটির তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ তনুর মা আনোয়ারা বেগম বলেন, সিআইডি একে-ওকে জিজ্ঞাসার নামে শুধু শুধু সময় ক্ষেপণ করছে। তনুর হত্যাকারীদের দ্রুত বিচার চাই।’ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, ‘তনু হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে সিআইডি কাজ করছে। সন্দেহভাজনদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি অল্প সময়ে অপরাধীদের শনাক্ত করতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর