শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

বিনা টিকিটে রেল ভ্রমণ, ঈশ্বরদীতে জরিমানা

প্রতিদিন ডেস্ক

ঈশ্বরদী-ঢাকা রেলরুটের যাত্রীবাহী আন্তঃনগর তিনটি ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৪০০ যাত্রীর জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে। বাংলানিউজ

বৃহস্পতিবার সকাল থেকে দিবাগত (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ঈশ্বরদী থেকে চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব, মির্জাপুর, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ৮টি স্টেশনের ওপর দিয়ে যাওয়া রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে (আপ) ৭৫৩ নং সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা ৭৫৪ (ডাউন)  সিল্কসিটি এক্সপ্রেস, সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা থেকে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ৭৬৩ নং চিত্রা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে খুলনাগামী ৭৬৪ নং চিত্রা এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪০০ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর