শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ঐতিহ্য

বগুড়ায় বর্ণিল পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বর্ণিল পিঠা উৎসব

কমলা, শাপলা, শালুক, নকশি, কুটোল, মনমোহন, পাটিশাপটা, বেলি, ক্রিম চকলেট, পাতা নকশি, তাল, পুডিং, ঝুড়ি, খই, কামরাঙ্গা, লবঙ্গলতিকা, শতরঞ্জি, সাগু, গোলাপ, গোলাপ দুধ, পাকন, ঝিনুক, পুলি আরও কত কি যে নাম! এমন বাহারি নানা নামের পিঠা নিয়ে বগুড়ায় গতকাল শেষ হলো দিনব্যাপী পিঠা উৎসব। লিটল থিয়েটার বগুড়ার আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, আকবরিয়া গ্রুপ, সূর্যোদয় ব্যায়াম সংঘের সহযোগিতায় গতকাল বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে এ উৎসব  অনুষ্ঠিত হয়। সকাল ১০টায়  উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ বগুড়ার চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। পিঠা উৎসবকে ঘিরে মুখরিত হয়ে উঠেছিল সাধারণ দর্শকরা। উৎসবে আগতদের মধ্যে কেউবা নাম শুনতে চায়, কেউবা দাম আবার কেউ বা চায় স্বাদ। পিঠা উৎসবে কলেজ থিয়েটার, লিটল থিয়েটার, আকবরিয়া গ্রান্ড হোটেল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংসগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। হরেক নামের পিঠা নিয়ে পসরা সাজানো হয়। কোনো কোনো স্টলে অভিভাবকরা পিঠা তৈরির নিয়ম জেনে নিচ্ছেন। দর্শনার্থী আজাহার উদ্দিন জানান, চিরায়ত বাঙালির লোকজও উৎসব হলো পিঠা উৎসব। এ উৎসব দিন দিন হারিয়ে যাচ্ছে। এ আয়োজন অবশ্যই লোক উৎসবে ফিরে যেতে উৎসাহ যোগাবে। পিঠা উৎসবে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ আযম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী, বিশেষ অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, জেলা পরিষদ বগুড়ার প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বগুড়া প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হক লালু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিটল থিয়েটারের পরিচালক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ থিয়েটার বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি সিজুল ইসলাম এবং নাট্যকর্মী নিশু ইসলাম।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর