শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

নেত্রকোনায় নবান্ন উৎসব ‘ওয়ান গালা’

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নবান্ন   উৎসব ‘ওয়ান গালা’

নেত্রকোনার কলমাকান্দায় গারো সম্প্রদায়ের নারী-পুরুষরা গতকাল দিনভর নবান্ন উৎসব ‘ওয়ান গালা’ পালন করেছে। প্রতিবছর এই দিনে তারা নতুন ধান তোলার লক্ষ্যে দেবতাকে সন্তুষ্ট করতে এ উৎসবের আয়োজন করেন।

দুর্গাপুর বিরিশিরি কালচারাল একাডেমির উদ্যোগে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচাপড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। ক্ষুদ্র ও নৃ-তাত্ত্বিক গোষ্ঠী আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজসহ স্থানীয় নেতারা। উদ্বোধন পর্বে ড্রাম বাজিয়ে বাদ্যের তালে তালে গারো শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর