মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

এক শতাংশ ধনীর হাতে ৮২ শতাংশ সম্পদ

প্রতিদিন ডেস্ক

২০১৭ সালে বিশ্বের ৮২ শতাংশ সম্পদ মাত্র এক শতাংশ ধনীর কুক্ষিগত ছিল। একই সময় বিশ্বের অর্ধেক হতদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ছিল আগের মতোই সমান্তরাল। দারিদ্র্য বিমোচনে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অক্সফাম তাদের নতুন প্রতিবেদনে সম্পদের অসমতার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত বৈশ্বিক সম্পদের পরিমাণ ৯ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। এর মধ্যে ৭ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার পরিমাণ সম্পদের মালিক হয়েছে সাড়ে সাত কোটি  লোক। আর ৩৭০ কোটি লোকের ভাগ্যে কোনো উন্নয়নই ঘটেনি, তারা আগের অবস্থাতেই থেকে গেছে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক  ফোরামের বৈঠককে সামনে রেখে গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে শত কোটি ডলার সম্পদের মালিকের সংখ্যা কিছুটা বেড়েছে। গত বছর এই সংখ্যা ২ হাজার ৪৩ রেকর্ড করা হয়েছে। এসব ধনীর সম্পদের পরিমাণ গত ১২ মাসে ৭৬২ বিলিয়ন ডলার বেড়েছে। অক্সফাম গ্লোবালের প্রধান নির্বাহী মার্ক গোল্ড রিং বলেছেন, পরিসংখ্যান এটাই ইঙ্গিত দিচ্ছে, বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক গরমিল দেখা দিয়েছে। তিনি বলেন, ‘শীর্ষ কাতারে অত্যধিক সম্পদ জমা হওয়া উন্নয়নশীল অর্থনীতির লক্ষণ নয়, বরং এটি এমন এক ব্যবস্থার লক্ষণ যা কম মজুরিতে আমাদের জন্য পোশাক ও খাদ্য উৎপাদনকারী লাখ লাখ শ্রমিককে ব্যর্থ করছে।’ তিনি জানান, সত্যিকারার্থে দারিদ্র্যের মূল উৎপাটনে কাজ করতে হলে জীবনধারণের জন্য ন্যূনতম মজুরি, পরিমিত অবস্থা এবং নারীর সমতা প্রয়োজন। অক্সফাম জানিয়েছে, ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে বিশ্বের ধনকুবেরদের সম্পদের পরিমাণ ১৩ শতাংশ করে বেড়েছে। সূত্র : সিএনএন।

সর্বশেষ খবর