সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

নতুন প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে দাখিল করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। গতকাল বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। ২১ জানুয়ারি এ রিটের শুনানি এক সপ্তাহ মুলতবি করা হয়। প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে রুল চেয়ে ৩ জানুয়ারি এ রিট করা হয়। ১৮ জানুয়ারি হাইকোর্টের এ বেঞ্চ নতুন প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে দাখিল করা রিট শুনানির জন্য গ্রহণ করে। এর আগে হাইকোর্টের চারটি বেঞ্চ এ রিটের ওপর শুনানি করতে অপারগতা প্রকাশ করে।

সর্বশেষ খবর