সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাকা উত্তরে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস, বিদেশি সংস্থা এই আদেশের আওতাধীন নয়।

ডিএনসিসি সূত্রে জানা যায়, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ডিএনসিসির এখতিয়ারাধীন সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে। আদালতের আদেশ থাকলেও রাজধানী ইংরেজি সাইনবোর্ডে সয়লাব। তাই ডিএনসিসি এলাকার ইংরেজি সাইনবোর্ড সংবলিত প্রতিষ্ঠানকে সাত দিনের মধ্যে বাংলায় সাইনবোর্ড প্রতিস্থাপন করতে বলা হয়েছে। কেউ যদি এই সময়ের পরও ইংরেজি বা অন্য কোনো ভাষায় সাইনবোর্ড লেখেন তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ খবর