সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ল তরুণীর দুই পা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় ছাত্রী রুবিনাকে শেষ পর্যন্ত দুটি পাই হারাতে হলো। গতকাল দুপুরে কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয় তার। রেলওয়ে পুলিশ পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসকরা পা বাঁচাতে পারেননি। রুবিনা আক্তার (২৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের শেষবর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি পঞ্চগরের দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামে। জানা গেছে, তিন বছর আগে রুবিনার বাবা রবিউল ইসলাম মারা যান। এরপর তাদের সংসারের হাল ধরেন মা রহিমা বেগম। গ্রামে বাবার রেখে যাওয়া দুই বিঘা জমির চাষাবাদের ওপর চলতো সংসার। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রুবিনা মেজো। বড় বোন মানসিক প্রতিবন্ধী। ছোট ভাই রুবেল আলম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অদম্য মেধার অধিকারী রুবিনা ২০১১ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০১৩ সালে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পান। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জবির সমাজকর্ম বিভাগের ৯ম ব্যাচে ভর্তি হন। পুরান ঢাকার সদরঘাট এলাকার মেসে থেকে পড়াশোনা করতেন। গতকাল সকালে বাড়ির ফোন পেয়ে গ্রামের বাড়ি রওনা হয়েছিলেন তিনি। সাফওয়ান ও মফিজুল নামে তার সহপাঠী এ প্রতিবেদককে জানান, সকালে বিশ্ববিদ্যালয়ে রুবিনার সঙ্গে তাদের দেখা হয়। এ সময় তাকে অনেক অস্থির মনে হচ্ছিল। ব্যাগ হাতে নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছিল। কথাতেও লক্ষ্য করা যায় অসংলগ্নতা। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, মেয়েটি ৪ নম্বর প্ল্যাটফর্মের নিচ দিয়ে (রেললাইনের ওপর দিয়ে) হেঁটে ৫ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। এ সময় একটি ইঞ্জিন ঘোরানোর সময় মেয়েটি তার নিচে পড়ে। এতে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে চিকিৎসকদের রুবিনা জানান, রেললাইন পার হওয়ার সময় হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়।

সর্বশেষ খবর