সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

পোকামাকড়খেকো পাখি ‘সাদা খঞ্জন’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

পোকামাকড়খেকো পাখি ‘সাদা খঞ্জন’

সাদা খঞ্জন। দেখতে ছোট, কিন্তু সুন্দর। এ পাখির প্রধান খাবার পোকামাকড়। তাই এদের পোকামাকড়খেকো পাখি বা কীটনাশক পাখি বলা হয়। এদের ইংরেজি নাম White Wagtail।

এরা প্রধানত খঞ্জন পরিবারভুক্ত ছোট পাখি। এ প্রজাতির বেশির ভাগ পাখি ইউরোপ, এশিয়া ও উত্তর আফ্রিকার কিছু স্থানে জন্মে। এদের দৈর্ঘ্য ২০ সেন্টিমিটার। মুখ সাদা, মাথায় কালো টুপি, কালো গলার সঙ্গে ওপরে ধূসর রং, আবার নিচের অংশ সাদা। এরা তাদের পরিসীমার মধ্যে খুবই কম সংখ্যায় বিচরণ করে। এরা আফ্রিকায়ও পরিযায়ী হয়ে যায়। তবে শীতের প্রকোপ বেড়ে গেলে এরা আমাদের দেশে চলে আসে। আবার শীত কমে গেলে চলে যায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরে এখন সাদা খঞ্জন পাখির দেখা মিলছে। এগুলোকে শহর ও লোকালয়ে দেখা যাচ্ছে। এরা সাধারণত খোলামেলা জায়গায় খাবার খেতে পছন্দ করে। শহর এলাকায় বিশেষ করে গাড়ি রাখার স্থানে এরা খাবার তন্ন তন্ন করে খোঁজে। এই পাখিরা সাধারণত পাথরের দেয়ালে ছিদ্রের ভিতর বাসা বাঁধতে পছন্দ করে। সৌলের (Save Our Unprotected Life) নির্বাহী পরিচালক তানিয়া খান বলেন, ‘এরা হলো আমাদের দেশে শীতের পরিযায়ী পাখি। এদের সাধারণত একসঙ্গে একটি বা দুটির বেশি দেখা যায় না। পাহাড়ি এলাকা বা খাল-বিলে এদের দেখা যায়। এই পাখি বিশ্বে এখনো বিপদমুক্ত আছে।

সর্বশেষ খবর