সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ডিএনসিসি নির্বাচন

স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া কাউন্সিলর পদে সাধারণ নির্বাচনের ওপর হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এতে সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ইসির প্যানেল আইনজীবী তৌহিদুল ইসলাম কমিশনের পক্ষে লড়বেন। গতকাল বিষয়টি নিশ্চিত করে ইসির যুগ্ম সচিব আবুল কাসেম জানান, এ দুজন আইনজীবীর নিয়োগ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। একজন কর্মকর্তা জানান, হাই কোর্টের স্থগিতাদেশের কপি পাওয়ার পরই বিষয়টি নিয়ে মিটিং করেছে ইসি। আইনজীবীদের সঙ্গে বসে দুজন আইনজীবীকে ওকালতনামা দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও এ সিটিতে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। আলাদা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচন ৪ মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

সর্বশেষ খবর