সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সংবিধানের সপ্তদশ সংশোধন আসছে

নিজস্ব প্রতিবেদক

সংবিধানে সপ্তদশ সংশোধন এনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মেয়াদ আরও ২০ বছর বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

দায়িত্বশীল সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের মেয়াদ আগামী বছরের ২৪ জানুয়ারি শেষ হবে। তা বহাল রাখতে আগেই সংবিধান সংশোধন করতে হবে। এ ব্যাপারে গতকাল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে জানান, সংবিধানের সপ্তদশ সংশোধনের একটি প্রস্তাব আজকের মন্ত্রিসভায় উঠছে।

আরেক সরকারি কর্মকর্তা জানান, আরও টানা চারটি সংসদের (২০ বছর) জন্য সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়াতে সংবিধানের সংশোধন আনা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব আজ মন্ত্রিসভা বৈঠকে তোলার জন্য এক নম্বর এজেন্ডায় রাখা হয়েছে।

সর্বশেষ খবর