শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা
খালেদার গ্যাটকো দুর্নীতি মামলা

পিছিয়েছে অভিযোগ গঠনের শুনানি

নিজস্ব প্রতিবেদক

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ আদেশ দেন। পুরান ঢাকার বকশী বাজারের কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত অস্থায়ী এজলাসে মামলাটির বিচার চলছে। গতকাল মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দিলে ও মামলার অন্য আসামি তানভীর আহমেদ এবং গালিব হোসেনের পক্ষে হাই কোর্টের স্থগিতাদেশ থাকায় অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। মামলার অন্য আসামিরা হলেন— খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী। তবে আসামিদের মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া মারা গেছেন। আর জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যুদ্ধাপরাধের দায়ে।

সর্বশেষ খবর