শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতের কারাগার থেকে ছাড়া পাচ্ছে ৩৬ বাংলাদেশি

সাজার মেয়াদ শেষ

কলকাতা প্রতিনিধি

সাজার মেয়াদ শেষে ভারতের কেরল ত্রিশুর ভিয়ুর কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৬ বাংলাদেশি নাগরিককে শিগগিরই মুক্তি দেওয়া হচ্ছে। এরই মধ্যে কর্তৃপক্ষ তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যটির ভাঝাগাড়ের মালাপ্পুরম এলাকায় অবৈধভাবে বসবাসের অভিযোগে গত বছরের শেষ দিকে এই বাংলাদেশিদের আটক করা হয়। স্থানীয় আদালত তাদের চারমাস করে কারাগারে আটক রাখার নির্দেশ দেয়। শরণার্থীদের নিয়ে কাজ করা সংস্থা সেন্টার ফর মাইগ্রেশন অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিএমআইডি) কর্মী ড. বিনয় পিটার জানান, সাধারণত ভারতের কারাগারে আটক  বাংলাদেশি বন্দীদের সাজার মেয়াদ শেষের পরও নানারকম আইনি জটিলতায় পড়তে হয়। তাদের মুক্তি পেতে কয়েক মাস, এমনকি বছরও গড়িয়ে যায়। কিন্তু ভিয়ুর কারাগারে আটক এ বাংলাদেশিদের দ্রুত মুক্তির বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়েছে স্থানীয় পুলিশ, ভারত ও বাংলাদেশের সরকার এবং এনজিও সংস্থার নানা প্রচেষ্টার কারণে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ইন্দু ভার্মা নামে কেরলের এক গৃহবধূ কয়েক বছর ধরে ঢাকায় বসবাস করছেন। তিনিই ওই বাংলাদেশিদের দ্রুত মুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন। গত অক্টোবরে যখন কেরলের ভিয়ুর কারাগারে আটক বাংলাদেশি বন্দীদের দেখতে বাংলাদেশ কনসুলার কেরলে যান, সে সময়ও ইন্দু কেরল ভ্রমণ করেন। ইন্দু বলেন, ‘যারা কেরলের কারাগারে বন্দী রয়েছেন বা বিভিন্ন হোমগুলোতে রয়েছেন তাদের যন্ত্রণা আমি বুঝি। আর সেই কারণেই তাদের মুক্তির জন্য আমি কাজ করেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর