শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

হালদায় ডলফিনের মৃত্যু, অনুসন্ধানে বিশেষজ্ঞ টিম

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

হালদায় ডলফিনের মৃত্যু, অনুসন্ধানে বিশেষজ্ঞ টিম

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী জলজ প্রাণী ডলফিন মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে বিশেষজ্ঞ দল। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘হালদারিভার গবেষণা ল্যাবরেটরি’তে একটি মৃত ডলফিনের  পোস্টমর্টেম করে উদঘাটন প্রক্রিয়া শুরু করেছেন বিশেষজ্ঞ দল। জানা যায়, বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশেষজ্ঞ টিম ডলফিন মৃত্যুর কারণসহ নানা বিষয়ে মতবিনিময় করেন। পরে বিকাল ৪টা পর্যন্ত একটি মৃত ডলফিনের  পোস্টমর্টেম প্রক্রিয়া শুরু করেন। বিকাল ৪টার দিকে বিশেষজ্ঞ দল হালদা নদী পরিদর্শন করেন। এক সপ্তাহের মধ্যে পোস্টমর্টেমের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং হালদায় ডলফিন মৃত্যুর কারণ ও সুপারিশ প্রণয়ন কমিটির সদস্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, হালদারিভার রিসার্চ ল্যাবরেটরিতে মৃত একটি ডলফিন সংরক্ষণ করা হয়। বুধবার পোস্টমর্টেমের পর একটি ডলফিনের অংশ বিশেষের নমুনা আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ টিমের সদস্যরা নিজ কর্মস্থলে নিয়ে যান। সেখানে আরও পরীক্ষা শেষে ডলফিন মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ হালদারিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর বলেন, ‘এ নদীতে ২০০ এর বেশি ডলফিন আছে। এর মধ্যে সাড়ে চার মাসে ১৮টি মারা যায়। যত্রতত্র অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারের আঘাতজনিত কারণেই এগুলো মারা যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হালদা নিয়ে বৈঠকেও আমি বিষয়টি উপস্থাপন করেছি।’

 জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২২  ফেব্রুয়ারি ‘হালদার ডলফিন মারা যাওয়ার কারণ উদঘাটন ও পোস্টমর্টেম এবং সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১৫ মার্চের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর