শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাফারি পার্কে বিরল প্রাণীর শাবক

মাহবুবুর রহমান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সাফারি পার্কে বিরল প্রাণীর শাবক

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ‘কমন ইলান্ড’ নামে এক বিরল প্রজাতি প্রাণীর শাবকের জন্ম হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সকালে সাফারী পার্কের উম্মুক্ত পরিবেশে কমন ইলান্ড শাবকটির জন্ম দেয়। বাংলাদেশে এ প্রাণীর এটিই প্রথম বাচ্চাদানের ঘটনা। নারী শাবকটি নিয়ে পার্কে এখন এ প্রজাতির  প্রাণী তিনটি। সাফারী পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসাইন খান বলেন, এটি এন্টিলব জাতীয় আফ্রিকান প্রাণী। ইথিওপিয়া থেকে এঙ্গোলা এবং মুজাম্বিক, নামিবিয়া অঞ্চলে এদের বসবাস। শাবকটি জন্মের পর পরই উঠে দাঁড়িয়েছে। শাবকটি দুই থেকে তিনমাস পর্যন্ত মায়ের দুধ খাবে।

 এরপর ধীরে ধীরে অন্য খাবারের প্রতি ঝুঁকবে। তিনি জানান, ২০১৫ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে নারী ও পুরুষ দুটি কমন ইলান্ড পার্কে আনা হয়। এদের বয়স কমপক্ষে ৬ বছর। আরও এক বছর পর প্রাকৃতিকভাবে আবার তাদের মধ্যে প্রজনন ক্ষমতা গড়ে উঠবে। এদের গর্ভকালীন সময়সীমা ৮ থেকে ৯ মাস। গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব জানান, তৃণভোজী প্রাণী হলেও কমন ইলান্ডের প্রধান খাবার গুল্মলতা, ঘাস, গাছের বাকল, নরম মূল। এদের প্রজনন পিরিয়ড বছরের যে কোনো সময় হতে পারে। তবে বর্ষা মৌসুম প্রজননের মূল সময়। সাফারী পার্কের প্রকল্প পরিচালক শামসুল আজম বলেন, বাংলাদেশে এ প্রাণী অন্য কোথাও নেই। প্রাকৃতিক পরিবেশে এদের জীবনকাল ২০ বছর। সংরক্ষিত পরিবেশে ২৫ বছর পর্যন্ত হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর