শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে : আইএমএফ

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০১৭-১৮ অর্থবছর শেষে বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে কত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে তা নির্দিষ্ট করে বলেনি সংস্থাটি। এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা সফরের শেষ মুহূর্তে সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান দায়সাকু কিহারা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বেশ সংকটে রয়েছে। এজন্য আরও বেশি পরিমাণে আন্তর্জাতিক সহযোগিতা আসা প্রয়োজন বলে মনে করে আইএমএফ। প্রায় দুই সপ্তাহের সফর শেষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কিহারা বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। মূল্যস্ফীতির চাপও সহনীয় পর্যায়ে। তবে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ যে হারে বাড়ছে তা উদ্বেগজনক।  সাম্প্রতিক সময়ে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। এ ধারা অব্যাহত থাকতে ব্যালেন্স অব পেমেন্টে (বিওপি) চাপ সৃষ্টি হবে। এ ছাড়া এই মুহূর্তে অর্থনীতিতে আরও কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো—স্থিতিশীলতা ধরে রাখা। অবকাঠামোর উন্নয়ন। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করা। উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের জন্য রাজস্ব আদায়ের প্রক্রিয়া জোরদার করার তাগিদ দিয়েছে আইএমএফ। ব্যবসায়িক পরিবেশ উন্নত করারও তাগিদ দিয়েছে আইএমএফ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে আইএমএফ। সরকারের রাজস্ব আদায় কম হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছে ভ্যাট আইনের বাস্তবায়ন পিছিয়ে যাওয়াকে।

এক প্রশ্নের জবাবে রিজার্ভ চুরির ঘটনা বাংলাদেশ ব্যাংক আরসিবিসির বিরুদ্ধে মামলা করার যে সিদ্ধান্ত নিয়েছে তা দীর্ঘ প্রক্রিয়া বলে আখ্যা দিয়েছেন কিহারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর