রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পুরস্কারে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

সাংস্কৃতিক প্রতিবেদক

পুরস্কারে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

ইউপিএলের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গতকাল অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

অসামান্য পাঠকনন্দিত বইয়ের পুরস্কার পেল জাতির জনক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘অসমাপ্ত আত্মজীবনী’র পুরস্কারটি শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের হাতে তুলে দেন কথাসাহিত্যিক আনিসুল হক ও কাজী আনিস আহমেদ। সেই সঙ্গে আজীবন সম্মাননায় ভূষিত হন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ও মৃত্তিকাবিজ্ঞানী হিউ ব্রামার।

এ ছাড়া পাঠকনন্দিত বই সম্মাননা পেয়েছে ‘প্রদোষে প্রাকৃতজন’ ‘চিলেকোঠার সেপাই’ ‘পরার্থপরতার অর্থনীতি’ ‘মূলধারা ৭১’ ‘একাত্তরের স্মৃতি’ ‘প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি’ ‘পোস্টকার্ডস ফ্রম বাংলাদেশ’ এবং ‘সেইলিং এগেইন্সট দ্য উইন্ড’। এ ছাড়াও বহুপ্রজ লেখক সম্মাননা, সহযোগী প্রতিষ্ঠান, সহযোগী সম্মাননা ও পৃষ্ঠপোষক সম্মাননা ক্যাটাগরিতে আরও ৪০টি বই পুরস্কার পেয়েছে। প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে আরও বক্তৃতা করেন ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান, সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল ইসলাম, ইউপিএলের প্রতিষ্ঠাতা ইমেরিটাস প্রকাশক মহিউদ্দীন আহমেদ ও পরিচালক মাহরুখ মহিউদ্দীন। প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ইউপিএল ১৯৯১ সালে আমার প্রথম বই প্রকাশ করেছিল। গত ৪০ বছরে এই প্রকাশনাটি অনেক দূর এগিয়েছে। আজ এই প্রকাশনাটি একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আমার এতদিনের অভিজ্ঞতায় একটা কথা বলতে পারি, এই প্রকাশনাটির অন্যতম বৈশিষ্ট্য হলো তারা খুব ভালো সম্পাদক দিয়ে বই সম্পাদনা করায় এবং বইয়ের মান খুবই ভালো হয়। লেখকের টাকাও ফাঁকি দেয় না, রয়্যালিটি সঠিক সময়ে পৌঁছে দেয়।’ ড. কামাল হোসেন বলেন, ‘মহিউদ্দীন আহমেদ ইউপিএল প্রতিষ্ঠা না করলে অনেক লেখক হয়তো বই লেখার আগ্রহই হারিয়ে ফেলতেন। কারণ দেশে এখনো অনেক প্রকাশক আছেন, যারা সব বই প্রকাশ করতে চান না। তিনি শূন্য থেকে শুরু করেছিলেন, আজ একে একে চল্লিশ বছরে পা দিয়েছে।’ ড. আকবর আলি খান বলেন, ‘ইউপিএল প্রকাশনা শিল্পে একটি বিপ্লব ঘটিয়েছেন। নিঃসন্দেহে এটি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রকাশনা শিল্প। একটি কথা না বললেই নয়, বই লেখায় লেখকের কৃতিত্ব যেমন, প্রকাশকের কৃতিত্বও কম নয়।’

সর্বশেষ খবর