রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৩৯ জন

সাংস্কৃতিক প্রতিবেদক

একসঙ্গে ছয় বছরের অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলা ১৪১৮ থেকে ১৪২৩ এই ছয় বছরে সাত বিভাগে ৩৯ জন শিশুসাহিত্যিককে পুরস্কার প্রদান করেছে শিশু একাডেমি। গতকাল  শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থচেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সচিব নাছিমা বেগম। আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক আনজীর লিটন। পুরস্কারপ্রাপ্তরা হলেন ১৪১৮ বঙ্গাব্দে—কবিতা-ছড়া-গানে রাশেদ রউফ ও খালেদ হোসাইন, গল্প-উপন্যাস-রূপকথায় মোহিত কামাল, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধে কাজী কেয়া, স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিতে তপন চক্রবর্তী এবং বই অলঙ্করণে নাসিম আহমেদ। ১৪১৯ বঙ্গাব্দে—কবিতা-ছড়া-গানে হাসনাত আমজাদ, গল্প-উপন্যাস-রূপকথায় দন্ত্যস রওশন; স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিতে শেখ আনোয়ার; নাটকে হানিফ খান, এবং বই অলঙ্করণে মনিরুজ্জামান পলাশ। ১৪২০ বঙ্গাব্দে—কবিতা-ছড়া-গানে আখতার হুসেন, গল্প-উপন্যাস-রূপকথায় দীপু মাহমুদ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধে সোহেল আমিন বাবু, অনুবাদ-ভ্রমণকাহিনীতে ফারুক হোসেন; নাটকে আ শ ম বাবর আলী এবং বই অলঙ্করণে বিপ্লব চক্রবর্তী। ১৪২১ বঙ্গাব্দে—কবিতা-ছড়া-গানে রোমেন রায়হান, গল্প-উপন্যাস-রূপকথায় ইমতিয়ার শামীম, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধে তপন বাগচী, স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিতে মনসুর আজিজ এবং বই অলঙ্করণে মোমিন উদ্দীন খালেদ। ১৪২২ বঙ্গাব্দে—কবিতা-ছড়া-গান পলাশ মাহবুব, গল্প-উপন্যাস-রূপকথা ইমদাদুল হক মিলন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধে রীতা ভৌমিক, স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিতে ড. আলী আসগর, অনুবাদ-ভ্রমণকাহিনীতে মাহফুজুর রহমান ও হাসান খুরশীদ রুমী, নাটকে আশিক মুস্তাফা এবং বই অলঙ্করণে সব্যসাচী মিস্ত্রি। ১৪২৩ বঙ্গাব্দে—কবিতা-ছড়া-গানে মারুফুল ইসলাম ও আহমাদ উল্লাহ, গল্প-উপন্যাস-রূপকথায় মোশতাক আহমেদ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধে শ্যামলী নাসরীন চৌধুরী, স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিতে ডা. মিজানুর রহমান কল্লোল ও অনুবাদ-ভ্রমণকাহিনীতে মশিউর রহমান জামিল বিন সিদ্দিক, নাটকে আবুল মোমেন এবং বই অলঙ্করণে উত্তম সেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশুরা।

সর্বশেষ খবর