রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নোয়াখালীতে দুজনকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্যম একলাশপুর গ্রামে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে মধ্যম একলাশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— উত্তর একলাশপুর গ্রামের সোলাইমানের ছেলে মো. আলী ও আবদুল কাদেরের ছেলে রবিন (২২)। এদিকে বিকালে পুলিশ নাজমুল রনি ও নাহিদ নামে দুজনকে সাত রাউন্ড গুলিসহ সেতুভাঙ্গা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রনি একই উপজেলা পৌর হাজীপুর গ্রামের আবদুল মালেকের পুত্র এবং নাহিদ ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের আবদুল মালেকের পুত্র। সকালে পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টায় উত্তর একলাশপুর মজুমদার বাড়ির সোলায়মানের পুত্র যুবলীগ কর্মী ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ নয়টি মামলার আসামি মোহাম্মদ আলী (২৫) তার সহযোগী একই গ্রামের করিম তালুকদার বাড়ির আবদুল কাদেরের পুত্র যুবলীগ কর্মী রবিন (২৭) মাছ নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ তাদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা দেলান স্কুল সংলগ্ন চকিদার বাড়ির সামনে রবিনকে কুপিয়ে ও গুলি করে পুকুরে ফেলে দেয়। অপর সন্ত্রাসী মোহাম্মদ আলী পার্শ্ববর্তী তার ফুফা চৌকিদার ফয়েজদের ঘরে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা ফয়েজের ঘরের দরজা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে। পরে মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় দুর্বৃত্তদের বাধা দিলে তারা ঘরের মহিলাদের মারধর করে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। জেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল করিম তারেক জানান, নিহতরা কেউ যুবলীগের কর্মী নয়, তারা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের কোনো দল নাই। তবে স্থানীয়রা সুমন গ্রুপের সঙ্গে বিরোধ রয়েছে বলে মন্তব্য করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বেগমগঞ্জের জমিদার হাট এলাকা থেকে নাজমুল রনি (১৯) ও নাহিদকে (২১)  সাতটি শটগানের গুলিসহ গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। মাদক ও আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেছেন।

সর্বশেষ খবর