রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিএনপিকে নির্বাচন থেকে সরানোর খায়েশ নেই : কাদের

গাজীপুর প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালতে তিনি জামিন পেতে পারেন, নাও পেতে পারেন। উচ্চ আদালত তার সাজা বহাল রাখতে পারে, তাকে ছেড়েও দিতে পারে। সেটা আমাদের বিষয় নয়। সরকারের পরিষ্কার বক্তব্য, সরকার কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করবে না।

মন্ত্রী গতকাল সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের পাঠ তাদের (বিএনপি) চুকে গেছে। তারা আন্দোলন করতে পারবে না। আমি তাদের পরামর্শ দেব, নির্বাচনের জন্য প্রস্তুত হতে। নির্বাচন থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো খায়েশ আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। তারা নির্বাচন করবে। একটা নিবন্ধিত দল হিসেবে সে অধিকার তাদের আছে। বেগম জিয়াকে ছেড়ে দেওয়া, বিষয়টা আমাদের হাতে নেই। এটা আইনগত লিগ্যাল ব্যাটল। লিগ্যাল ব্যাটলের মাধ্যমে খালেদা জিয়া বের হলে এখানে আমাদের কোনো বক্তব্য নেই। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে বিএনপি চেয়ারপারসনকে কারামুক্ত করবে সে বাস্তবতা এখন বাংলাদেশে নেই। এটা বিএনপিকে বুঝতে হবে। তারা বেগম জিয়ার গ্রেফতারের পর ভেবেছিল বাংলাদেশ উত্তাল হবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। তারা যদি মনে করে আন্দোলন করে খালেদা জিয়াকে বের করবেন সে আশায় গুড়েবালি। মন্ত্রী বলেন, আদালতের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যে এখন বিভিন্ন জায়গায় আন্দোলন, সমাবেশের ডাক দিচ্ছে, এটাও তো আদালত অবমাননা। তারা তো এটা পারে না। আদালতের রায়ে তাদের নেত্রী দণ্ডিত হয়েছেন। আদালতের বিরুদ্ধে তো তারা আন্দোলন করতে পারে না। পুলিশের সঙ্গে তারা সংঘাত করতে চায়, রাস্তায় অনশন করে রাস্তা বন্ধ করবে, এটা কি কোনো আইনসিদ্ধ বিষয়? রাস্তা বন্ধ করে জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করলে এটা কি জনগণ সমর্থন করবে?

মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনের উন্নীতকরণ কাজ প্রসঙ্গে বলেন, এ কাজ সাসেক প্রজেক্টে হচ্ছে। এ প্রজেক্টের যে অগ্রগতি এখানে চারটি ফ্লাইওভার নির্মীয়মাণ। শতকরা ৭০ ভাগ শেষ হয়েছে। এ প্রজেক্টে ২৬টি ব্রিজ আছে। এর মধ্যে ২৪টি ব্রিজের কাজ শেষ হয়েছে। ৬০টির মতো কালভার্ট আছে এর মধ্যে ৫২টির কাজ শেষ হয়েছে। তিনি বলেন, রমজানের ঈদের আগে ৫০ কিলোমিটার ফোর লেন এখানে দৃশ্যমান পাবেন। আগামী রমজানের ঈদের সময় এবং ঈদের পরে এখানে আগের সেই অসহনীয় যানজট থাকবে না। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক মো. ইসহাকসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর