সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

লাফিয়ে বেড়ানো লালমাথা টুনি

আলম শাইন

লাফিয়ে বেড়ানো লালমাথা টুনি

পাখির বাংলা নাম, ‘লালমাথা লেজকাটা টুনি’। ইংরেজি নাম, ‘চেস্টনাট-হেডেড টেসিয়া’। বৈজ্ঞানিক  নাম, ‘Tesia castaneocoronata’। এরা ‘খয়রামাথা টেসিয়া’ নামেও পরিচিত। এ পাখির প্রাকৃতিক আবাসস্থল শিলাময় বনভূমি। বাঁশবন খুব পছন্দ। দেশে পরিযায়ী হয়ে আসে। গোলগাল চেহারা। লেজ নেই বললেই চলে। শরীরের তুলনায় মাথা বেঢপ সাইজের। বিচরণ করে একাকি। প্রজনন মৌসুমে জোড়ায় দেখা যায়। অত্যন্ত অস্থিরমতি পাখি। কোথাও একদণ্ড বসে থাকার জো নেই। সারা দিন ওড়াউড়ি করে। গানও গায় ফাঁকে ফাঁকে। লতাগুল্মের ফাঁকফোকরে লাফিয়ে বেড়ায়। সে াতবহে অমন শিলাময় এলাকায় বিচরণ করে। খুব দ্রুত লাফিয়ে লাফিয়ে পোকামাকড় শিকার করে। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, লাওস, ভিয়েতনাম ও থাইল্যান্ড পর্যন্ত। বিশ্বব্যাপী এখনো হুমকিতে নয় এ পাখি। এদের গড় দৈর্ঘ্য ৮-৯.৫ সেন্টিমিটার। ওজন ৮-১০ গ্রাম। মাথা বাদামি লাল। ঘাড় ও পিঠ সবুজ জলপাই। ডানা ও লেজ গাঢ় সবুজ জলপাই। গলা হলুদ। গলার নিচ থেকে বস্তি প্রদেশ পর্যন্ত জলপাই হলুদ। চোখের চারপাশ লাল-বাদামি, কোণা সাদা। ঠোঁট ছোট, সোজা কালচে। চোখ বাদামি। লম্বা পা সবজেটে। লাল মাথা টুনির প্রধান খাবার পোকামাকড়, শুককীট ও মাকড়সা। প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুলাই। শৈবাল, শ্যাওলা, শিকড়, তন্তুত্মত্মু দিয়ে বর্তুলাকার আকৃতির বাসা বাঁধে। ডিম পাড়ে ৩-৫টি। ডিম ফুটতে সময় লাগে ১৩-১৫দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর