বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পাইলট আবিদ সুলতানের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

পাইলট আবিদ সুলতানের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের অবস্থা আশঙ্কাজনক। তার কিডনি ও লিভার সচল রয়েছে কিন্তু মেশিনের সাহায্যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। তার চিকিৎসা পর্যবেক্ষণে আজ সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস অ্যান্ড হসপিটালের যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা.বদরুল আলম। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আফসানা খানম নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। শরীরের অন্য অঙ্গ-প্রতঙ্গ সচল থাকলেও ব্রেনের দিক থেকে তার খুব একটা অগ্রগতি হয়নি। তার ব্রেনের উপরের খুলির একটা অংশ খুলে রাখা হয়েছে। ব্রেনের প্রেসার কমে গেলে এ অংশ লাগানো হবে। ডা. বদরুল আলম বলেন, এ অবস্থায় আমাদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আমরা কিছু চিকিৎসা কম-বেশি করেছি। কিছু ওষুধ যোগ হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা চিকিৎসা চালিয়ে যাব। আজ সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করব। প্রয়োজনে আরেকটি সিটিস্ক্যান করব। এ মুহূর্তে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়।

সর্বশেষ খবর