বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জানাজায় এসে লাশ হলেন ছয়জন

সাতক্ষীরা প্রতিনিধি

জানাজা নামাজ থেকে ফেরার পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত ও ১০ আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা উপজেলার ভৈরবনগরে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছয়জনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের মধ্যে দুজন নারী, তিনজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। তারা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আশা এনজিওর কর্মী মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (৮), মেয়ে মিম (৫), তার মা আকলিমা খাতুন (৪৫), একই গ্রামের হাজী মোহাম্মদ আলীর স্ত্রী নুর বানু (৩২), ইউসুফ সরদারের ছেলে শহিদুল ইসলাম সরদার (৩৫) ও শাহিন হোসেনের ছেলে সাব্বির হোসেন (১০)। আহত ১০ জনের মধ্যে কালিকাপুর গ্রামের রেবেকা খাতুন (৫০) ও তালতলা গ্রামের লিয়াকত আলী (৬০)। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপ ভাড়া করে দুপুর ১২টার দিকে মনিরুজ্জামান ও তার নিকটাত্মীয়রা খুলনার বসুপাড়ার এলাহিবক্সের বাড়ি গিয়েছিলেন এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে। ফিরে আসার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগরে পৌঁছলে সাতক্ষীরাগামী একটি ট্রাক পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এরা হতাহত হন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর