বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চ্যালেঞ্জের চেয়ে সম্ভাবনাই বেশি

—ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

চ্যালেঞ্জের চেয়ে সম্ভাবনাই বেশি

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের চেয়ে সম্ভাবনার পথই বেশি  উজ্জ্বল হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে এসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের অন্য অনেক দেশের চেয়ে ভালো করবে। উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে অবকাঠামোর উন্নয়ন করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় ২০২৭ সালের পর বহির্বিশ্বে বাংলাদেশের যেসব বাণিজ্য সুবিধা সঙ্কুচিত হবে সেসব বিষয় নিয়ে এখনই ভাবতে হবে। নতুন নতুন রপ্তানির বাজার খুঁজতে হবে। রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। নমনীয় ঋণ হিসেবে যেসব সুবিধা বাংলাদেশ পেয়ে আসছে সেগুলো বাতিল হয়ে যাবে। এতে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের দায় কিছুটা বাড়বে। সেই সক্ষমতা অর্জনের এখনই আমাদের উদ্যোগ নিতে হবে। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে সেগুলোকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আমাদের জন্য কিছু সুযোগ তৈরি হয়েছে, এগুলো কাজে লাগাতে হবে। তবে বিশ্ববাজারে বাংলাদেশ যেসব সুযোগ-সুবিধা হারাবে এবং নতুন যেসব সুযোগ-সুবিধার ক্ষেত্র তৈরি হবে সেগুলোই আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন। এটা উন্নয়নের একটা উল্লেখযোগ্য ধারা। এটাকে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। উন্নয়নশীল দেশের প্লাটফর্ম বাংলাদেশের জন্য নতুন কোনো প্লাটফর্ম নয়। এসব চ্যালেঞ্জ আগেও ছিল। এখনো আছে। শুধু চ্যালেঞ্জ একটু বেড়েছে। এর মাধ্যমে একটা ভিত্তি তৈরি হয়েছে। এর ওপর দাঁড়িয়ে আমরা অনেক দূর যেতে সক্ষম হব। এ অর্জন ধরে রাখতে হলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সর্বশেষ খবর