শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রার্থী দিতে চায় আওয়ামী লীগ জাসদ-জাতীয় পার্টিও মাঠে

আব্দুর রহমান টুলু, বগুড়া

প্রার্থী দিতে চায় আওয়ামী লীগ জাসদ-জাতীয় পার্টিও মাঠে

গত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় পার্টিকে হারিয়ে জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ আসনটি ছেড়ে দিয়েছিল। এবার এই আসনে আওয়ামী লীগ প্রার্থী দিতে চায়। আর নির্বাচনী রাজনীতিতে ফিরতে চাওয়া বিএনপি আসনটি ফিরে পেতে নতুন মুখের সন্ধানে রয়েছে। পাশাপাশি জাসদ ও জাতীয় পার্টি ফের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে আওয়ামী লীগ-বিএনপির চেয়ে জনপ্রিয়তায় দল দুটি পেছনে রয়েছে। সব মিলিয়ে এই আসনে চারটি দল থেকেই এবার প্রার্থী পেতে পারেন ভোটাররা।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা বিভিন্ন স্থানে দলীয় প্রধানের ছবির পাশাপাশি নিজের ছবি সংবলিত শুভেচ্ছা, অভিনন্দন পোস্টার ও ফেস্টুন লাগিয়েছেন। সব মিলিয়ে এই আসনের প্রার্থী ও ভোটাররা রয়েছেন নির্বাচনী আমেজে। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মোস্তফা আলী মুকুল এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে নির্বাচনে জাতীয় পার্টি ও জাসদ, আওয়ামী লীগ অংশ নিলেও বিএনপির শক্ত এই দুর্গে তারা ফাটল ধরাতে পারেনি। দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় মহাজোটের শরিক জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। জাতীয় পার্টির প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদ প্রার্থী। ভোটে নির্বাচিত হন জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত নির্বাচনে আওয়ামী লীগ ছাড় দিলেও আগামী সংসদ নির্বাচনে কোনোমতেই এ আসন ছাড়তে নারাজ দলটি।  আগামী নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলের কেন্দ ীয় কমিটির সদস্য মমতাজ উদ্দিন। এ আসনে আওয়ামী লীগের আরও মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, বগুড়া জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হেলালুর রহমান। বিএনপির ভোট ব্যাংক বলে পরিচিত কাহালু-নন্দীগ্রাম এলাকায় ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মোশারফ হোসেন। এ ছাড়া এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য জেড আই এম মোস্তফা আলী মুকুল, সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা ও জেলা বিএনপির সহসভাপতি রাফি পান্না। বর্তমান এমপি জাসদের রেজাউল করিম তানসেনও রয়েছেন ভোটের মাঠে। তিনি এবারও প্রার্থী হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান। জাতীয় পার্টির প্রার্থী গত নির্বাচনে পরাজিত হওয়ায় দলটি এই আসনে তরুণ নেতা খুঁজছে। সম্ভাব্য প্রার্থীর দৌড়ে এগিয়ে আছেন নুরুল আমীন বাচ্চু, জাপা কেন্দ ীয় কমিটির সদস্য ও সাংবাদিক আব্দুস সালাম বাবু, দলের যুব সংগঠন যুব সংহতির বগুড়া শাখার সভাপতি শাহীন মোস্তফা কামাল ফারুক।

সর্বশেষ খবর