নদী মাতৃক বাংলাদেশ। অথচ অবহেলায় হারিয়ে যাচ্ছে সব নদী। সঠিকভাবে খনন ও দখলদূষণ বন্ধ হলে এই নদীই বাঁচিয়ে রাখবে আমাদের পরিবেশ। কিন্তু বাস্তবে মনে হয় নদী দেখার কেউই নেই। প্রতি বছরই খননের নামে অর্থ ব্যয় হয়। কিন্তু কোনো কাজে লাগে না। নদীকে বাঁচাতে বাংলাদেশ প্রতিদিনের ধারাবাহিক প্রতিবেদনের সপ্তম পর্ব আজ প্রকাশিত হলো।