বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
সৈয়দপুর সেনানিবাসে রাষ্ট্রপতি

সামরিক বাহিনী এখন চৌকস দক্ষ পেশাদার

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সামরিক বাহিনী একটি চৌকস, দক্ষ ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী আমাদের অহংকার। এ বাহিনীর সদস্যরা বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তাদের কৃতিত্বপূর্ণ ভূমিকা দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। গতকাল সকালে সৈয়দপুর সেনানিবাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের পঞ্চম কোর পুনর্মিলনী প্যারেড অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্যারেড শেষে রাষ্ট্রপতি ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্রশিক্ষণ এলাকায় একটি আম গাছের চারা রোপণ করেন। পরে তিনি এই কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং শহীদ পরিবারবর্গের সঙ্গে  প্রীতিভোজে অংশ নেন। এর আগে রাষ্ট্রপতি পুনর্মিলনী অনুষ্ঠানে সৈয়দপুর সেনানিবাসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসুদ রেজোয়ান-ডিজি পাসপোর্ট, রংপুরের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক এবং কমান্ড্যান্ট ইএমইসিএন্ডএস ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আনোয়ার তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, স্থানীয় এমপি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৭ মার্চ থেকে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান, বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০১৮ এবং পঞ্চম কোর পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।

সর্বশেষ খবর