শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গাড়ি মেরামতের শেষ ভরসাস্থল ধোলাইখাল

পুরান ঢাকার ঐতিহ্য-৭

মাহবুব মমতাজী

গাড়ি মেরামতের শেষ ভরসাস্থল ধোলাইখাল

গাড়ি ব্যবহারকারীদের শেষ ভরসাস্থল হিসেবে আবির্ভূত হয়েছে পুরান ঢাকার ধোলাইখাল। চুরি যাওয়া গাড়ির খোঁজ, গাড়ির দুষ্প্রাপ্য যন্ত্রাংশ কেনা ও জটিল সমস্যা সমাধানে শরণাপন্ন হতে হচ্ছে ধোলাইখালে। পরিবহন খাতের নির্ভরতার পুরনো ও রিকন্ডিশন যানবাহনের অনেক যন্ত্রাংশ পাওয়া দুষ্কর হলে তা মিলে যাচ্ছে ধোলাইখাল মার্কেটে। যে কারণে রিকন্ডিশন যানবাহনের মালিকদেরও শেষ ভরসাস্থল ধোলাইখাল। এই খ্যাতি প্রায় ৫০ বছর ধরে গড়ে উঠেছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত মার্কেটটি এখন পরিণত হয়েছে দেশের মোটর গাড়ির প্রধান মেরামত কেন্দ্রে। যেখানে রয়েছে ছোট-বড় অসংখ্য ওয়ার্কশপ। যারা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ উৎপাদন ও মেরামত করছে প্রতিনিয়ত। শুরুতে ধোলাইখালে শুধু বাস ও ট্রাকের যন্ত্রাংশই পাওয়া যেত। কারণ তখন ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল খুবই কম। এ গাড়ি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যন্ত্রাংশের চাহিদা। একই সঙ্গে জমতে থাকে গাড়ি যন্ত্রাংশের ব্যবসাও। খোঁজ নিয়ে জানা গেছে, এই মার্কেটগুলোয় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৩ হাজার দোকান রয়েছে। এর মধ্যে অনেকটি এসএমই পর্যায়ের। এসব দোকানে মালিক-শ্রমিকসহ প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান রয়েছে। যে কোনো  যানবাহনের ইঞ্জিনের নাট, বোল্ট, চেসিস, বিয়ারিং, টায়ার, স্প্রিংসহ যে কোনো ছোট-বড় যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে ধোলাইখালে। এমনকি তৈরিও করা হচ্ছে যন্ত্রাংশ। ব্যবসা বাড়ার কারণে অনেক দোকান শুধু নির্দিষ্ট ধরনের যন্ত্রাংশই বিক্রি করছে। কিছু দোকান শুধু বিয়ারিং সংগ্রহ, বিক্রি; আবার কিছু কিছু দোকান শুধু টায়ার অথবা স্টিয়ারিংই বিক্রি করছে। ধোলাইখালে যে যন্ত্রাংশ পাওয়া যায় সেগুলো প্রধানত সংগ্রহ করা হয় পুরনো ও ব্যবহার-অযোগ্য যানবাহন থেকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, ঢাকা সিটি করপোরেশন, ঢাকা ক্যান্টনমেন্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে এগুলো কেনা হয়।

গাড়ির যন্ত্রাংশ পাওয়ার আরও একটি অন্যতম মাধ্যম হচ্ছে দুর্ঘটনার কারণে বাতিল হওয়া গাড়ি। এসব গাড়ির ভালো যন্ত্রাংশ পুনরায় ব্যবহার এবং বাকি অংশটুকু স্ক্রাপ আকারে বিক্রি করা হয়। এ ছাড়া যন্ত্রাংশের একটি অংশ বিদেশ থেকেও আনা হয়। বিদেশ থেকে যে যন্ত্রাংশ আমদানি হয় সেগুলো প্রধানত জাপানি ও চায়না ব্র্যান্ডের গাড়ির যন্ত্রাংশ। এ ছাড়া গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ যেমন নিনিয়াম, ব্রেক ড্রাম, প্যাড ড্রাম, ব্রেক সিলিন্ডার, বাম্পার ব্রাকেট, পিস্টন ইত্যাদি লেদ মেশিনের মাধ্যমে বানানো হচ্ছে ধোলাইখালেই।

সর্বশেষ খবর