শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হঠাৎ কালবৈশাখীতে লণ্ডভণ্ড

সাত জেলায় নিহত ৮

প্রতিদিন ডেস্ক

হঠাৎ কালবৈশাখীতে লণ্ডভণ্ড

মাগুরায় শিলাবৃষ্টিতে ছিদ্র হয়ে গেছে ঘরের চাল। ইনসেটে বিশাল আকৃতির শিলা —বাংলাদেশ প্রতিদিন

হঠাৎ কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে লণ্ডভণ্ড অবস্থা হয়েছে। রাজধানী ছাড়াও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গতকাল সকাল, দুপুর ও বিকালের দিকে কালবৈশাখী আঘাত হানে। এ সময় বজ্রপাত এবং শিলার আঘাত, বিদ্যুতের তার ছিড়ে ও টিনের চাল পড়ে রংপুর, দিনাজপুর, মাগুরা, পাবনা, যশোর, ভৈরব ও সিলেটে আটজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ঝড়ে ঘরবাড়িসহ বহু গাছপালা উপড়ে গেছে অথবা ভেঙে পড়েছে। শিলার আঘাতে টিনের চালা পর্যন্ত ফুটো হয়ে গেছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত। কালবৈশাখীর প্রভাবে বিমান চলাচল 

বিঘ্নিত হয়েছে সারা দেশে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিকাল সোয়া ৪টা থেকে তিন ঘণ্টার জন্য সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। এ সময় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। দেশের অন্যান্য বিমানবন্দর থেকেও ঢাকাগামী ফ্লাইটগুলো বন্ধ ছিল। রাজধানীতে বিকালে কালবৈশাখীর প্রভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে রাতেই ঢাকার আবহাওয়া স্বাভাবিক হয়ে যায়। এদিকে বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ চলে যাওয়ার পর রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের আবহাওয়া অফিস সতর্কতা জারি করার পর দেশের বাইরে থেকে এবং অভ্যন্তরীণ কোনো ফ্লাইট শাহজালালে অবতরণ করতে পারেনি। ফলে বিমানবন্দরে অপেক্ষা করেছেন যাত্রীরা। জানা গেছে, কক্সবাজার থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে এলেও আবহাওয়া খারাপ থাকায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রামে নভোএয়ারের একটি বিমানে যাত্রী তোলার পর সবাইকে ফের নামিয়ে দেওয়া হয়। ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট রাজশাহীতে ৩টা ২০ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি পৌঁছাতে দেরি হয়। ফ্লাইটটি যশোর, বরিশাল ও ভারতের মালদা ঘুরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহীতে অবতরণ করে। এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম সাংবাদিকদের বলেন, বিরূপ আবহাওয়ার কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে বিমান চলাচলও স্বাভাবিক হবে। এ কারণে যাত্রীদের কিছু দুর্ভোগে পড়তে হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসব এলাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল বিকালে ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে ৩২৮টি পদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় ৪ হাজার চাকরিপ্রত্যাশী। বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীরা একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারছিলেন না। তাই পরীক্ষাটি বাতিল করা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

দিনাজপুর : পার্বতীপুরে শিলাবৃষ্টির সময় ঘরের টিনের ওপর কাজ করা অবস্থায় শিলার আঘাতে সৈয়দ আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। এ ছাড়া পার্বতীপুর পৌরসভার রুস্তমনগর মহল্লার গোলাম রসুল মিন্টু (৫২) নামে এক ব্যক্তি শিলার আঘাতে আহত হয়েছেন। গতকাল ঝড়ো হাওয়া আর কালো মেঘে আচ্ছন্ন হয়ে শিলাবৃষ্টি শুরু হয়। এতে কোথাও কোথাও অনেক গাছ উপড়ে পড়ে। দিনাজপুর সদর, কাহারোল, খানসামা, চিরিরবন্দর, সেতাবগঞ্জসহ বিভিন্ন উপজেলায় প্রবল বেগে দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। টিনের চালাবিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টি ও ঝড়ে অসংখ্য ঘড়বাড়ি ও টিনের চাল ফুটো হয়ে গেছে। পাশাপাশি আম-লিচুসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। মাগুরা : জেলায় সন্ধ্যায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় শিলার আঘাতে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামের বদন মোল্লার ছেলে আকরাম হোসেন (৪৫) নিহত হন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান জানান— নিহত ব্যক্তির পরিবারকে তাত্ক্ষণিকভাবে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাবনা : সন্ধ্যা সোয়া সাতটার দিকে পাবনার ঈশ্বরদীতে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এক গৃহবধূ জামিলা বেগম (৫০) বাড়ির পাশের লিচুবাগানে ডালপালা কুড়াতে গিয়েছিলেন। তখন শিলার আঘাতে মারা যান তিনি। পরে স্বজনেরা তার লাশ উদ্ধার করেন। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসরাইল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  পাবনার চার উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ঘরের টিন ফুটো হয়ে নারী-পুরুষ-শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। রংপুর : রংপুর নগরসহ জেলার বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এ সময় বজ াঘাতে দুজন নিহত হয়েছেন। ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা উপড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। নিহত শামিমের বাড়ি বদরগঞ্জ ও নয়া মিয়ার বাড়ি তারাগঞ্জে। তারা খেতমজুর। গতকাল দুপুর ১২টার দিকে প্রচণ্ড ঝড় রংপুর নগর ছাড়াও গঙ্গাচড়া, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। বিশেষ করে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ধান খেত, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০-৬৫ কিলোমিটার। যশোর : জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে লাইজু খাতুন (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লাইজু যশোর সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি প্রেমবাগ গ্রামের মোস্তাহার হোসেনের মেয়ে। সিলেট : শুক্রবার বিকালে সিলেটে ঝড়ের সময় ওসমানীনগর উপজেলার দশহাল গ্রামে টিনের চাল পড়ে সাবিয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয় বলে ওসমানীনগর থানার ওসি শহিদ উল্লাহ জানিয়েছেন। বৃহস্পতিবার রাতের ঝড়ে সিলেটে ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে কাঁচা ও আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামের মসজিদের টিনের চাল উড়ে গিয়ে আহত হয়েছেন পাঁচজন। ঝড়ের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ভৈরব: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বজ্রপাতে মো. আলমগীর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

লালমনিরহাট : লালমনিরহাটের দুই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলি জমিসহ ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ৩০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘরবাড়িসহ গাছপালা, ভুট্টা ও ইরি-বোরোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভয়াবহ শিলাবৃষ্টিতে উপড়ে পড়েছে রাস্তার দুই ধারের শত শত গাছ। এ ব্যাপারে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিদুভূষণ রায় জানান, শিলাবৃষ্টিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তত্ক্ষণাৎ নিরূপণ করা সম্ভব হয়নি। ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ীতে আকস্মিক শিলাবৃষ্টির তাণ্ডবে উঠতি ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বেলা ১১টায় আধা ঘণ্টা ধরে এ শিলাবৃষ্টি হয়। এতে উঠতি গমসহ শাক-সবজি, ভুট্টা, ধান, আম, লিচু, পাট, ভুট্টা, করলা, পটোলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া শত শত ঘরবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। উপজেলা কৃষি অফিস জানায়, এ সময় ৮৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ বলেন, ‘আমার চাকরি জীবনে এত ব্যাপক শিলাবৃষ্টি কখনো দেখিনি। শিলাবৃষ্টির কারণে উপজেলার ৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো ধানের তেমন ক্ষতি না হলেও আম, লিচু ও বিভিন্ন সবজি খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা ও সদর উপজেলায় গতকাল দুপুরে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে উঠতি বোরো ধানসহ বিভিন্ন ফসল ও আমের ক্ষতি হয়েছে। শিলার আঘাতে গোবিন্দগঞ্জে অন্তত তিনজন আহত হয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের সাপমারা, তালুককানুপুর, নাকাই, হরিরামপুর ও দরবস্ত ইউনিয়ন; পলাশবাড়ীর হোসেনপুর, কিশোরগাড়ী, বরিশাল, বেতকাঁপা ও হরিনাথপুর; সাঘাটার পদুমশহর ও সদর উপজেলার সাহাপাড়া, বাদিয়াখালী, রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের আজাহার আলী, দামোদরপুর গ্রামের সুফিয়া বেগম ও বাহাদুরপুর গ্রামের গাজী মিয়া শিলার আঘাতে আহত হন। এর মধ্যে আজাহার আলীর জখম গুরুতর হওয়ায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নীলফামারী : শিলাবৃষ্টিতে নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলার কয়েকটি এলাকার ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ডোমার উপজেলার জোড়াবাড়ী, গোমনাতি, বামুনিয়া ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ও ডিমলা উপজেলার খালিশাচাপানী ও নাউতারা ইউনিয়নের কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে এসব এলাকার সহস াধিক বাড়িঘরের টিনের চালা ফুটো হয়ে যায়। রাজশাহী : রাজশাহীর ওপর দিয়ে মাঝারি ধরনের ঝড় বয়ে গেছে। দুপুর সোয়া ২টার দিকে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে ঝড় বয়ে যায়। ঝড়ে বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পেঁপে, ভুট্টাসহ বিভিন্ন ফসলের হালকা ক্ষতি হয়েছে। জেলার দুর্গাপুর, পুঠিয়া, পবা, মোহনপুর, বাগমারাসহ বিভিন্ন স্থানে ছোটখাটো ডালপালা ভেঙে পড়ে।

মেঘনায় ঝড়ের কবলে লঞ্চ : চাঁদপুরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে তড়িঘড়ি তীরে ভেড়ানোর পর একটি যাত্রীবাহী লঞ্চ তলা ফেটে আংশিক নিমজ্জিত হয়েছে। এর আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতীরে এ ঘটনা ঘটে। ‘এমভি মমতাজ’ নামের ওই লঞ্চে ছয় শতাধিক যাত্রী ছিল।

সর্বশেষ খবর