শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ভালুকায় বিস্ফোরণ

বাঁচানো যায়নি দগ্ধ তিন শিক্ষার্থীকে শোকে স্তব্ধ কুয়েট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় ভয়াবহ বিস্ফোরণে আহত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিন মেধাবী শিক্ষার্থী একে একে চলে গেলেন না ফেরার দেশে। এর আগে বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন আরেক শিক্ষার্থী। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের এই চার শিক্ষার্থী স্কয়ার গ্রুপের টেক্সটাইল মিলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের (ইন্টার্ন) জন্য মাস্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তৃতীয়তলায় অবস্থান করছিলেন। জানা যায়, গত ২৪ মার্চ রাতে ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন কুয়েট শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম। এরপর গুরুতর দগ্ধ হয়ে বুধবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহীন মিয়া, বৃহস্পতিবার রাতে মো. হাফিজুর রহমান এবং গতকাল সকালে দীপ্ত সরকারের মৃত্যু হয়। এদিকে মেধাবী চার শিক্ষার্থীকে হারিয়ে কুয়েটে ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত সহপাঠীরা নিহত প্রত্যেকের পরিবারকে সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটন ও আইনগত সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

সর্বশেষ খবর