শিরোনাম
শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা

তিনজন আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের চান্দনা এলাকা থেকে জাল টাকা তৈরির একটি কারখানা শনাক্ত এবং জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় সি ব্লকের ৬৮১ নম্বর বাড়ির ৪ তলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৮১ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, টাকা তৈরির কাগজ ও বিভিন্ন ধরনের কেমিক্যাল জব্দ করে। এই জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন শামীম ইসলাম, আল আমিন ও জাহিদ।

ঈদ সামনে রেখে সক্রিয় এই জালিয়াত চক্রটি জাল টাকা তৈরি ও মজুদ করছিল বলে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান। তিনি আরও জানান, এই জালিয়াত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই এদের আটক করে বিচারের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর