শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দাম কমেছে চাল সবজি-পিয়াজের

ইলিশের দাম এখনই চড়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মধ্যে চাল, সবজি ও পিয়াজের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চালের দাম কমেছে ২ টাকা। অধিকাংশ সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। দেশি পিয়াজের দামও কমেছে। তবে পয়লা বৈশাখ সামনে রেখে এখনই চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।

গতকাল রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, ধানমন্ডি, নিউমার্কেট, শান্তিনগর, রামপুরা, মালিবাগ হাজীপাড়া যাত্রাবাড়ী, মেরাদিয়া, হাজারীবাগ এবং খিলগাঁও এলাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। দেখা যায়— কমতে শুরু করেছে চালের দাম। বিক্রেতারা জানিয়েছেন, এই সময়ে নতুন চাল আসছে। তবে বাজার কিছুটা স্থিতিশীল হতে আরও অন্তত দুই সপ্তাহ লাগবে। এখন মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চালের দাম কমেছে দুই টাকা পর্যন্ত। মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা, মিনিকেট ৬২  থেকে ৬৪ টাকা এবং আটাশ চাল বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকা পর্যন্ত। অন্যদিকে রাজধানীর অধিকাংশ বাজারে সবজির দাম ৫ থেকে ১০ টাকা কমেছে। এখনো মিলছে শীতকালীন সবজি। কাঁচাবাজার ঘুরে দেখা যায়— বেগুনের দাম প্রায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৫০ টাকা। টমেটো ২৫ থেকে ৩০ টাকা, পটোল ৫০, ঢেঁড়শ ৭০ থেকে ৭৫ টাকা, ঝিংগা ৬০ টাকা, লাউ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৬০ টাকা, শিম ২৫ টাকা, দেশি টমেটো ৩৫ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৪০ টাকা, মুলা ২০ টাকা, আলু ১৭ টাকা, প্রতিটি বাঁধাকপি ৩৫ টাকা, প্রতিটি ফুলকপি ৩০ টাকা, বরবটি ৭০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, পিয়াজ পাতা এক আঁটি ২৫ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া এক আঁটি লাল শাক ১৫ থেকে ২০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা। এ ছাড়া কচুর ছড়া ৪০ টাকা ও লেবু হালি ৩০ টাকা। এদিকে, রাজধানীতে পিয়াজের দামও কমেছে। খুচরা বাজারে ৩২ থেকে ৩৫ টাকা এবং পাইকারি বাজারে ২৭ থেকে ২৮ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে দেশি পিয়াজ। এক সপ্তাহ আগেও খুচরা বাজারে দেশি পিয়াজের কেজি ছিল ৪০ টাকা। আর পাইকারিতে ছিল ৩০ টাকার ওপরে। ব্যবসায়ীরা বলছেন, নতুন দেশি পিয়াজের পাশাপাশি ভারত থেকে আমদানি করা পিয়াজে বাজার ভরপুর। নগরীর বৌ-বাজারে গিয়ে দেখা যায়— ব্যবসায়ীরা নতুন দেশি পিয়াজ বিক্রি করছেন ৩৫ টাকা কেজি দরে। আর ভারতীয় পিয়াজ বিক্রি করছেন ২৫ টাকা কেজি দরে। ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মেহেরপুর থেকে আসা নতুন পিয়াজ। এ প্রসঙ্গে বৌ-বাজারের বিক্রেতা কামাল হোসেন বলেন, দেশি পিয়াজের দাম কমেছে। কারওয়ান বাজারের পিয়াজ ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, ভালো মানের দেশি পিয়াজের এখন দাম প্রতিকেজি সর্বোচ্চ ২৮ টাকা। এক সপ্তাহ আগেও এই পিয়াজের দাম ৩২ টাকা ছিল। অপরদিকে পয়লা বৈশাখ সামনে রেখে ইলিশের প্রচুর সরবরাহ থাকলেও এখনই বিক্রি হচ্ছে চড়া দামে। দুই সপ্তাহের মধ্যে ইলিশের দাম আরও বাড়বে বলে জানালেন বিক্রেতারা। তবে স্বাভাবিক রয়েছে ডিম, গরুর মাংস, খাশির মাংস ও পোল্ট্রি মুরগীির দাম। প্রতিকেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা কেজি, লেয়ার মুরগি প্রতিটি আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর