মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কিশোরের ছোড়া অ্যাসিডে ঝলসে গেলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় ১২-১৩ বছরের এক কিশোরের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন আকলিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূ। গতকাল সকালে দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেকে আকলিমার স্বামী জোবায়ের হোসেন জানান, সকালে বাসা থেকে মেয়ে আদিবাকে নিয়ে শাহজাহান মার্কেটের পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় এক কিশোর আকলিমার দিকে অ্যাসিড ছুড়ে মারে। এ সময় আকলিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কিশোরটি পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে সুমি নামে তাদের এক দূর সম্পর্কের আত্মীয় এ ঘটনা ঘটাতে পারেন বলে অভিযোগ করেন তিনি। বার্ন ইউনিটের আবাসিক সার্জন  ডা. পার্থ শংকর পাল জানান, আকলিমার ডান চোখ, গলা ও ঘাড় ঝলসে গেছে। তবে সবমিলে তার শরীরের ৫ শতাংশ ঝলসে গেছে। চোখের জন্য তাকে চক্ষু বিভাগে স্থানান্তর করা হবে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক বলেন, আমরা অভিযুক্ত সুমিকে গ্রেফতার করেছি। তদন্তে জানতে পেরেছি- সুমির স্বামীর সঙ্গে আকলিমার আগে একটা প্রেমের সম্পর্ক ছিল। আর এটা সুমি জানতে পারে এবং এ নিয়ে তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা দেয়। এ অবস্থায় গতকাল যখন আকলিমা শাহজাহান মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ১২-১৩ বছরের এক ছেলে তাকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। তখন একটু দূরেই সুমি দাঁড়িয়ে ছিল।

সর্বশেষ খবর