বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভয়ঙ্কর ভাড়াটিয়া!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভাড়াটিয়ার আতিথেয়তা গ্রহণ করে এমন অভিজ্ঞতার শিকার হতে হবে ভাবতেও পারেনি বাড়িওয়ালার পরিবার। বাড়িওয়ালার পুরো পরিবারকে রাতের খাবারের দাওয়াত দিয়ে আপ্যায়ন করা ভাড়াটিয়ার রাতের খাবারে ছিল পোলাও, রোস্ট দইসহ নানা পদ।

খাবার খেয়ে একের পর এক জ্ঞান হারান বাড়িওয়ালা পরিবারের ৯ সদস্য। পরে বাড়িওয়ালার ঘরের সর্বস্ব লুট করে পালায় সেই ভাড়াটিয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়া এলাকার আলী আহমেদের বাড়িতে। এলাকার মানুষ এখন ওই ভাড়াটিয়ার নাম দিয়েছেন ‘ভয়ঙ্কর ভাড়াটিয়া’। পুলিশ জানায়, মালিকের পরিবারের ৯ জনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ডাকাতি করে মালামাল লুটে নিয়ে গেছে ওই বাড়ির এক ভাড়াটে। ঘটনার পর ৯ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ৯ জন হলেন বাড়ির মালিক আলী আহমেদ (৬৫), তার স্ত্রী আমিরুন্নেছা (৫০), তাদের মেয়ে জোহরা বেগম (৩৫), কামরুন্নাহার (৩০), সালমা (২২), হাবিবা (১৯), নাতি নূরে জান্নাত (৫), আলী হোসেন (৯) ও সুমাইয়া আক্তার (৫)। বাড়ির অন্য এক ভাড়াটিয়া আবদুল্লাহ জানান, চারতলা বাড়ির দ্বিতীয়তলায় বাড়ির মালিক সপরিবারে থাকেন। গত ১ এপ্রিল চারতলায় নতুন ভাড়াটিয়া আসেন। নতুন ভাড়াটিয়া এলেও তারা বাড়িতে শুধু হালকা বহনযোগ্য কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই আনেননি। ভোরে অন্য ভাড়াটিয়া তোফায়েল পানির ট্যাংকিতে পানি নেই জানাতে বাড়িওয়ালার খোঁজে গেলে তিনি দেখেন বাড়িওয়ালার বাড়িতে কেউ নেই। দরজা খোলা এবং আসবাবপত্রও একেবারে এলোমেলো। পরে চারতলায় উঠে দেখেন ভাড়াটিয়ার ফ্ল্যাটে আলী আহমেদসহ ৯ জন অচেতন হয়ে পড়ে আছেন। ভাড়াটিয়া তোফায়েল আহমেদ বলেন, ঘটনার পর থেকে ওই ভাড়াটিয়ার পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। তারা আলী আহমেদের বাড়ির মালপত্র লুট করেছে। তবে কী কী লুট করেছে তা এখনই বলা যাচ্ছে না। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনাটিকে চুরি দাবি করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ভাড়াটে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, বাড়ির মালিক সুস্থ হলে তাদের কাছ থেকে ভাড়াটিয়া সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার পর তাকে শনাক্ত করা সম্ভব হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর