বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
নেপালে বিমান ট্র্যাজেডি

বদল হওয়ায় কবর থেকে লাশ তোলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত দুজনের লাশ অদল বদল হয়ে যাওয়ার ঘটনায় বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ন্যায় বিচারের স্বার্থে সিআরপিসির ২৫ ধারায় এই আদেশ দেয়। আদালত আদেশে বলেছে, আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে, ফয়সালের লাশ হিসেবে তার পরিবারকে যে লাশ দেওয়া হয় তা ফয়সালের নয়। ওই লাশ একই দুর্ঘটনায় আরেক নিহত নাজিয়া আফরিন চৌধুরীর লাশ। জানা গেছে, নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদের লাশ আরেক নিহত নাজিয়া আফরিন চৌধুরীর পরিবারের কাছে এবং নাজিয়ার লাশ ফয়সালের পরিবারের কাছে হস্তান্তর হয়েছিল। উভয়ের পরিবার দাবি করেছে, ভুলক্রমে এ ঘটনা ঘটেছিল। পরে ফয়সালের পরিবার নাজিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন, ফয়সালের লাশ দাফন করা হয়েছে বনানী কবরস্থানে। আর নাজিয়ার লাশ দাফন করা হয় শরীয়তপুরের ডামুড্যা গ্রামে। উভয় পরিবারই ওই দুজনের লাশ তুলে পরস্পরের কাছে হস্তান্তর ও যার যার কবরস্থানে নতুন করে কবর দেওয়ার আবেদন করেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে নিহত ফয়সালের ভাই সাইফুল ইসলাম আদালতে আবেদন করলে লাশ কবর থেকে উত্তোলনের এই আদেশ আসে।

সর্বশেষ খবর