শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ভোট নিয়ে দুই সিটিতে দুই সুর

গাজীপুরে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

খায়রুল ইসলাম, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

তারা কর্মী সমর্থকদের নিয়ে বাজার, দোকান এবং অলিগলিতে ভোটারদের কাছে ভোট চাইছেন। কেউ উঠান বৈঠক করেন, কেউ হ্যান্ডবিল বিতরণ করে সমর্থন চাইছেন। গতকাল অনেক প্রার্থী মসজিদে গিয়ে মুসল্লিদের কাছে সমর্থন ও ভোট প্রত্যাশা করেছেন। সকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রধান দুই দলের প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার তাদের নিজ বাসায় কর্মী সমর্থকদের নিয়ে মতবিনিময় করেন। পরে টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জাহাঙ্গীর আলম জুমার নামাজ আদায় করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার জুমার নামাজ আদায় করেন টঙ্গী কলেজরোড এলাকার হাউস বিল্ডিং কেন্দ্রীয় জামে মসজিদে। এ সময় তার সঙ্গেও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও দিনভর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগ করেছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময় করে এলাকার উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা মসজিদ ছাড়াও বিভিন্ন দোকান, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ করে সর্বস্তরের লোকজনের সঙ্গে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা (মনোনয়নপত্র) প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত নারী আসনে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ১১২ জন।

সর্বশেষ খবর