বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পবিত্র শবে বরাত ১ মে

নিজস্ব প্রতিবেদক

গতকাল শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১ মে পবিত্র শবেবরাত পালিত হবে। চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, গতকাল বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ (বুধবার) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবেবরাত পালিত হবে আগামী ১ মে দিবাগত রাতে। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবেবরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইবাদতে কাটিয়ে থাকেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর