বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

ঘোড়দৌড়ে প্রথম সাত বছরের হানিফ

নাটোর প্রতিনিধি

ঘোড়দৌড়ে প্রথম সাত বছরের হানিফ

নাটোরের বড়াইগ্রামের ভিটাকাজিপুর গ্রামবাসী আয়োজনে বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠিত  হলো ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। দুদিনব্যাপী বৈশাখী মেলার শেষ দিন বিকালে ৪০টি ঘোড়ার মধ্যে প্রথম হয় নটাবাড়িয়া গ্রামের ৭ বছর বয়সী হানিফ সেখের ঘোড়া। প্রায় দুই কিলোমিটার পথপাড়ি দিয়ে গ্রুপভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে একই এলাকার নান্নু সরকারের ঘোড়া এবং তৃতীয় হয়েছে ওই গ্রামেরই শহিদুল ইসলামের ঘোড়া। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ঘোড়ার মালিককে যথাক্রমে ৪ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখার জন্য পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলাসহ বড়াইগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। স্থানীয় বাসিন্দা লালন ফকির জানান, মেলাকে ঘিরে প্রতি বাড়িতে ১০-২০জন আত্মীয়-স্বজনের আগমন ঘটেছে। মেলাকে ঘিরে এই অঞ্চলে উৎসবের আমেজ তৈরি হয়েছে। মেলা কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল কাদের জানান, বহুদিন আগে থেকেই ভিটাকাজিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা চলে আসছে। বাংলা নববর্ষকে বরণ করে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়।

সর্বশেষ খবর