শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

৩৬ আইসক্রিমের স্বাদ বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

৩৬ আইসক্রিমের স্বাদ বসুন্ধরায়

আইসক্রিমপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণ। তিন দিনের উৎসবে প্রায় ৩৬ স্বাদের আইসক্রিম হাজির করেছে ইগলু। প্রতিষ্ঠানটি উৎসবে নিয়ে এসেছে ছয়টি নতুন স্বাদের আইসক্রিম, যা ক্রেতারা এখনো বাজারে কিনতে পারেননি। প্রচলিত স্নিকার, ফ্রেন্স ভ্যানিলা, স্ট্রবেরি ও চকোলেট ফ্লেভারের আইসক্রিম তো রয়েছেই।

গতকাল উৎসবের দ্বিতীয় দিনে উৎসবস্থল ঘুরে দেখা গেল, আগত দর্শনার্থীদের উপভোগের জন্য সেখানে ৮টি আইসক্রিম পারলার রাখা হয়েছে। এসব পারলারে ঘুরেফিরে ওই ৩৬ ধরনের আইসক্রিম পরিবেশন করা হচ্ছে। এ ছাড়া একটি ভেন্ডর রয়েছে সফটি আইসক্রিম পরিবেশনের জন্য। চকোলেট ও ভ্যানিলা এই দুটি ফ্লেভারে সফটি আইসক্রিম পরিবেশন করা হচ্ছে। উৎসবস্থলে প্রবেশের জন্য মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। টিকিট কেটে উৎসবস্থলে গিয়ে যত খুশি তত উপভোগ করা যাবে। কোনো বাধা নেই। আয়োজকরা বলছেন, সীমাহীন মালাই উপভোগ। জিপি স্টার, উবার ও শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রবেশমূল্যের ওপর রয়েছে ২০ শতাংশ ছাড়। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এই ছাড় পেতে হলে। উবারের ছাড় পেতে হলে উবার থেকে ভাড়া করা গাড়িতে চড়ে উৎসব কেন্দ্রে আসতে হবে। আইসক্রিম খাওয়ার পাশাপাশি উৎসবস্থলে বিনামূল্যে ট্যাটু ও মেহেদি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শিশু-কিশোরদের খেলাধুলার জন্য রয়েছে জাম্পিং কার্পেট, বল হাউস, দোলনা। আবদুল মোনেম লিমিটেড কয়েক বছর ধরে রাজধানীতে একক আইসক্রিম ফেস্ট আয়োজন করে। এবার উৎসবের আয়োজন করা হয়েছে আইসিসিবির ২ নম্বর পুষ্পগুচ্ছ হলে। এই উৎসবে ইগলুর নিয়মিত আইটেমের মধ্যে রয়েছে স্নিকার, বাটার স্কস, স্ট্রবেরি চিজকেক, হেজেলনাট চকোলেট, ম্যাঙ্গো স্ট্রবেরি স্বাদের মালাই। এ ছাড়া নতুন আসা আইটেমগুলো হলো— তিরামিজু, সুইস চকোলেট, ফ্রেন্স ভ্যানিলা, রেড ভ্যালভেট, দই প্রভৃতি স্বাদের মালাই। এই মালাইগুলো মূলত লিটার বক্সে বিক্রি করা হয়। তবে সব আইটেম বাজারে পাওয়া যায় না বলে জানান ইগলুর কর্মকর্তারা।

সর্বশেষ খবর