শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

এলিয়েনের সন্ধান পাচ্ছে নাসা

প্রতিদিন ডেস্ক

আর হয়তো বেশি দেরি নেই। খুব শিগগিরই নাসা এমন কতগুলো গ্রহকে চিহ্নিত করতে চলেছে, যেগুলোতে এলিয়েন থাকতে পারে বলে ভাবা হচ্ছে। আর তাহলে ভিনগ্রহীদের সাক্ষাৎ পাওয়া হয়তো খুব একটা দূরে নেই। নাসার প্লানেট ফাইন্ডার ২ হাজার ৪০০ এলিয়েন প্লানেটের খোঁজ চালাচ্ছে। শুধু সৌরজগৎ নয়, তার বাইরেও চলছে তল্লাশি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে, নতুন আবিষ্কৃত গ্রহগুলোর প্রাণিজগৎ সম্পর্কে জানা সম্ভব নয়। কারণ সেগুলো সৌরজগৎ থেকে অনেক দূরে। ফলে মাটিতে বসানো টেলিস্কোপের সাহায্যে কোনো কিছুই ধারণা করা সম্ভব নয়। তবে নতুন এই গ্রহগুলো পুরো বিশ্বের ধারণা পাল্টে দেবে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ব্র্যাড টুকার জানিয়েছেন, গ্রহ সম্পর্কে পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই আবিষ্কার। শুধু তাই নয়, সৌরজগৎ সম্পর্কেও এটি বিশ্ববাসীর ধারণা বদলে দেবে। কেপ ক্যানাভেরাল থেকে এটি লঞ্চ করা হয়। এই স্যাটেলাইটটি একটি আবিষ্কার মেশিন বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে বিপুল সংখ্যক গ্রহ আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্যাটেলাইটের আকার একটি মিনিবাসের মতো। এতে ৪টি ওয়াইড-ফিল্ড ক্যামেরা বসানো থাকবে। এর সাহায্যে নক্ষত্র ও গ্রহগুলোকে নিরীক্ষণ করবে স্যাটেলাইটটি। স্পেস ক্রাফটটি পৃথিবীর ১ লাখ কিলোমিটার পর্যন্ত চলাচল করবে ও ১ লাখ ৭০ নক্ষত্রের দিকে নজর রাখবে। সেই সঙ্গে ২০ হাজার গ্রহের দিকেও এটি নজর রাখবে বলে জানিয়েছে নাসা। জুপিটারের মতো বড় গ্রহ থেকে শুরু করে মঙ্গলের মতো ক্ষুদ্র গ্রহকে এটি নজর করতে পারবে।

সর্বশেষ খবর