রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সবসময় প্রস্তুত ছাত্রলীগ

—এস এম জাকির হোসাইন

সবসময় প্রস্তুত ছাত্রলীগ

ডাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগ সবসময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেন, ‘আমরা অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের প্রাণের দাবি ডাকসু নির্বাচনের পক্ষে কথা বলে আসছি। দীর্ঘদিন থেকে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছি। বিভিন্ন সময় ঢাবি প্রশাসনের কাছে আমাদের দাবির বিষয়ে অবহিত করেছি। এরই ধারাবাহিকতায় প্রশাসন আগামী বছর নির্বাচনের উদ্যোগ নিয়েছে। আশা করি, এবার ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে তা দূর হবে।’ জাকির হোসাইন বলেন, ‘ডাকসু না থাকায় সিনেটে শিক্ষক, সাবেক শিক্ষার্থীদের কথা বলার সুযোগ থাকলেও বর্তমান ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার কেউ নেই। যদি নির্বাচন হয় তাহলে ছাত্র প্রতিনিধিরা সিনেটে ছাত্রদের পক্ষে কথা বলতে পারবে। তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবে।’ তরুণ এই ছাত্রনেতা বলেন, ‘আমরা ছাত্রলীগের দায়িত্বে আসার পর সারা দেশে ক্যাম্পাসগুলোতে ছাত্রবান্ধব নানা কর্মসূচি পালন করেছি। সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের অধিকার নিয়ে কথা বলেছি। ভ্যাটবিরোধী আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের নানা আন্দোলনে পাশে থেকেছি। এসব কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের আস্থা অর্জন করতে পেরেছি। যার প্রতিফলন ঘটবে ডাকসু নির্বাচনে।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ক্যাম্পাসে নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার তা রয়েছে। কারণ এখানে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অবস্থান রয়েছে। তারা বাধা-বিঘ্ন ছাড়াই তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে। সুতরাং ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবে।’ তিনি বলেন, ‘বর্তমান প্রশাসনকে নির্বাচনের উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাই। ইতিমধ্যে হলগুলোতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার কথাও বলেছে প্রশাসন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর