রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ক্যাম্পাসে গণতন্ত্রের জন্য ডাকসু দরকার

------ লিটন নন্দী

ক্যাম্পাসে গণতন্ত্রের জন্য ডাকসু দরকার

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেছেন, ‘ডাকসুর অনুপস্থিতির কারণেই ক্যাম্পাসে অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। বর্তমানে ক্যাম্পাসে সন্ত্রাস, গেস্ট রুমে শিক্ষার্থীদের নির্যাতন, সিট বাণিজ্যসহ নানা কারণে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সাংস্কৃতিক অবক্ষয় ঘটেছে। অতি দ্রুত ডাকসু নির্বাচনের মাধ্যমে দক্ষ নেতৃত্ব বাছাইয়ের মধ্য দিয়েই এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।’ লিটন নন্দী বলেন, ‘গত জানুয়ারি মাসে হাই কোর্ট ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রশাসন কোনো রকম মেয়াদ বৃদ্ধি না করেই আগামী বছর নির্বাচন করার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে তারা আদালত অবমাননা করেছে। আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন করে সিনেটে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক।’  তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনের তুলনা করার কারণে সংকট তৈরি হচ্ছে। অনেক সময় বলা হয়, ক্যাম্পাসে ডাকসু নির্বাচন করার মতো পরিবেশ নেই। কিন্তু আমাদের মনে রাখা উচিত, স্বৈরাচার শাসনের সময় প্রায়ই ক্যাম্পাস অস্থিতিশীল থাকত। কিন্তু সেই সময়েও ডাকসু নির্বাচন হয়েছিল। আর বর্তমানে ক্যাম্পাস অনেক স্থিতিশীল। সুতরাং পরিবেশের কথা বলে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে গণতন্ত্র চর্চার সর্বোচ্চ জায়গা। কিন্তু সিনেটে ছাত্র প্রতিনিধিত্ব না থাকায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের স্বৈরতন্ত্র চলছে। সামগ্রিক অগণতান্ত্রিক এ ব্যবস্থা থেকে মুক্তির জন্য ডাকসু নির্বাচনের মাধ্যমে সিনেটের মূল স্টেকহোল্ডার বা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করে প্রশাসনকে ঐকমত্য সৃষ্টি করতে হবে।’

লিটন নন্দী বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য ছাত্র ইউনিয়ন প্রস্তুত। প্রশাসন তফসিল ঘোষণা করলেই আমরা মাঠে নামব। যদি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমাদের দিকেই আসবে। কারণ শিক্ষার্থীরা সন্ত্রাসী, চাঁদাবাজ বা গেস্টরুমে নির্যাতনকারীদের ভোট দেবে না।’

সর্বশেষ খবর