রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

নিজস্ব প্রতিবেদক

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ— এই তিন স্মৃতিবিজড়িত দিন এই বৈশাখী পূর্ণিমা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ শোভাযাত্রা ও সম্প্রীতি র‌্যালি বের করে। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনককান্তি বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি নেত্র সেন বড়ুয়া। সম্মিলিত শান্তি উদযাপন কমিটির চেয়ারম্যান কমলকান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের। এতে অংশ নেয় মহামুনি সমিতি, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, সেন্টার ফর বুড্ডিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, কৃষ্টি প্রচার সংঘ, বুদ্ধ সমিতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আজ সকালে বুদ্ধপূজা, সংঘদান এবং সম্মিলিত প্রার্থনা অনুষ্ঠিত হবে।

 রাজধানীর কমলাপুর মহাবিহার, বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহার, মিরপুর শাক্যমুনি বৌদ্ধবিহার, উত্তরা মহাবিহারসহ দেশব্যাপী বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে উপাসনালয়গুলোতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর