রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
কৃষি

তপ্ত রোদ মাথায় নিয়ে ধান কাটছেন চাষিরা

আবদুর রহমান টুলু, বগুড়া

তপ্ত রোদ মাথায় নিয়ে ধান কাটছেন চাষিরা

বগুড়ায় শুরু হয়েছে বোরো ধান কাটা। তপ্ত রোদ মাথায় নিয়ে চাষিরা বোরো ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন। জেলার নন্দীগ্রাম, শেরপুর, সোনাতলা ও ধুনট উপজেলায় বোরো চাষিরা আনন্দের সঙ্গে ধান কেটে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। জানা যায়, গত আগস্টে দুই দফা বন্যার পর তলিয়ে যায় জেলার অধিকাংশ জমি। বন্যা মোকাবিলা করে চাষমুখী হন চাষিরা। প্রথম দফায় বিভিন্ন সবজি চাষ করে ফলন ঘরে তোলার পর এবার বোরো ধান ঘরে তোলা শুরু করেছেন। জেলার ১২ উপজেলার মধ্যে নন্দীগ্রামে সবার আগে বোরো ধান কাটা শুরু হয়। চাষিরা আনন্দিত হয়ে ধান কাটতে শুরু করেছেন। বগুড়ার কৃষি কর্মকর্তারা বলছেন, দিনে প্রচণ্ড গরম আর রাতে ঠান্ডা থাকায় দু-একটা খেত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। এ রোগ প্রতিরোধে বোরো চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। নন্দীগ্রাম উপজেলা সদরের লিয়াকত আলী বলেন, গত আমন মৌসুমে জমির ধান বন্যায় ক্ষতি হয়েছে। তা পুষিয়ে নিতে ঋণ করে তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এবার এই ধান ঘরে তোলার পর ঋণ পরিশোধ করা যাবে। নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, কৃষকের সবচেয়ে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ আবাদ হচ্ছে ইরি-বোরো। বোরো ধান দেশের খাদ্য চাহিদা পূরণে প্রধান ভূমিকা রাখে। সে কারণে ভালোভাবে ফসল ঘরে তুলতে পারলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান পাবে। পৌর শহরের পূর্বপাড়ার শহিদুল ইসলাম জানান, প্রতি মণ মিনিকেট ৮৫০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কৃষক ন্যায্য দাম পাওয়া নিয়ে হতাশায় রয়েছেন। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মশিদুল হক জানান, চলতি ইরি-বোরো মৌসুমে একটি পৌরসভাসহ উপজেলার পাঁচ ইউনিয়নের ২০ হাজার ৪৪৪ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যার উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ১৯ হাজার ১১৯ মেট্রিক টন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে মনে করছে উপজেলা কৃষি অধিদফতর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক প্রতুলচন্দ্র সরকার জানান, জেলায় বন্যার পরও ১ লাখ ৮৯ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই পরিমাণ জমি থেকে এবার ৭ লাখ ৫৪ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে। এখন পর্যন্ত জেলায় বোরোর আবাদ ভালো আছে। বৈরী আবহাওয়া না হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন পাওয়া যাবে।

সর্বশেষ খবর