শিরোনাম
শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপি দুই দলেই একাধিক প্রার্থী

নেত্রকোনা প্রতিনিধি

আওয়ামী লীগ-বিএনপি দুই দলেই একাধিক প্রার্থী

ভারত সীমান্তবর্তী দুর্গাপুর-কলমাকান্দা প্রাকৃতিক সম্পদে ভরপুর। দুর্গাপুরের সাদা মাটি আর কয়লাকে বলা হয় কাঁচা সোনা। কলমাকান্দায় রয়েছে বালু-পাথর। অথচ নেত্রকোনা-১ আসনের এই দুই উপজেলা বরাবরই অবহেলিত। তাই এ এলাকার জনগণ তাকিয়ে আছে আগামী সংসদ নির্বাচনের দিকে।

এ আসনে তিনবার আওয়ামী লীগের এমপি ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধা জালাল তালুকদার। দীর্ঘদিনের শুকনাকুড়ি এলাকার দুর্ভোগ ছিল অসহনীয়। বিএনপি আমলেও একই দুর্ভোগ পোহাতে হয়। একটি সেতুর গল্প ছিল অনেক বছরের। ওয়ান-ইলেভেন সরকার আমলে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়। অনিশ্চয়তার মধ্যে পড়ে অর্ধনির্মিত সেতুর কাজ। এ মামলা চলাকালীন জয়ী হয় আওয়ামী লীগ। ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের সাবেক ভিপি মোশতাক আহমেদ রুহী আসনটিতে এমপি নির্বাচিত হন। এই সময়কালে শুকনাকুড়ি সেতুসহ শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের কাজ সম্পন্ন হয়। তাছাড়া দুই উপজেলায় ছোট-বড় মিলিয়ে ২৭৬টি সেতু ও অন্তত ২০০ কি.মি রাস্তা নির্মাণ, পাকাকরণ, সংস্কার করা হয়। পরবর্তীতে এমপি হন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ছবি বিশ্বাস। নেতা-কর্মীদের বক্তব্য, সাবেক এই কমিউনিস্ট নেতার স্বজনদের বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ দুই উপজেলার মানুষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবহেলিত এ জনপদে বইছে নির্বাচনী হাওয়া। জনসংযোগ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশার জানান দিচ্ছেন একাধিক নেতা। সাবেক ছাত্রলীগ নেতা রোটারিয়ান আতাউর রহমান আঁখি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ করছেন। ইউনিয়ন আওয়ামী লীগের দুবারের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান আহমেদের সন্তান আঁখি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানে সহযোগিতা করে জনগণকে কাছে টানার চেষ্টা করছেন। সাবেক এমপি জালাল তালুকদারের পুত্র শাহ কুতুবউদ্দিন তালুকদার রুয়েলও মনোনয়ন চান বলে জানা গেছে। পিতা-পুত্রের দ্বন্দ্বের কারণে জালাল তালুকদার মৃত্যুর মাসখানেক আগে ছেলে রুয়েলের বিরুদ্ধে থানায় জিডি করায় তিনি কিছুটা বিতর্কিত হন। অন্যদিকে সাবেক যুবলীগ নেতা এরশাদুর রহমান মিন্টু এলাকায় জনসমর্থন কুড়াতে চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া জাপান প্রবাসী আশীষ রঞ্জন রায় ভানু, মানু মজুমদার ও রেমন্ড আরেং-এর নামও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে। বিএনপির অবস্থা ভালো না হলেও বিগত সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। এলাকায় পরিচিতি রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানীরও। মাঠে জানান দিচ্ছেন সাবেক ভিপি জাহাঙ্গীর আলম খান মাসুদ, সাবেক ছাত্রদল নেতা মোস্তফা নূরুল আলম খান ও ড. হামিদুর রহমান খান রাশেদ। এ ছাড়া এলডিপি থেকে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী।

সর্বশেষ খবর