শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

৭১’র সেই অনুষ্ঠান বাজবে আবার

নয়াদিল্লি প্রতিনিধি

অষ্টাদশ এশিয়া মিডিয়া সম্মেলনের ফাঁকে গতকাল বাংলাদেশ বেতার এবং ভারতের আকাশবাণী একটি চুক্তি স্বাক্ষর করল। এই চুক্তি অনুসারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার যেসব অনুষ্ঠান ও সংবাদ পরিবেশিত হতো সেগুলো পুনঃপ্রচার করা হবে বাংলাদেশ বেতারে। মূলত বর্তমান যুব সম্প্রদায়ের কাছে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা অবহিত করাই উদ্দেশ্য। এছাড়া বর্তমানে ভারত-বাংলাদেশ যে মৈত্রী বাংলা অনুষ্ঠান সম্প্রচারিত হয়, সেখানে বাংলাদেশের জাতীয় উৎসব এবং জাতীয় অনুষ্ঠানগুলি ভারতে প্রচার করা হবে।

২০১৭ সালে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে সমঝোতা হয়েছিল তার মধ্যে ছিল উভয় দেশের গণমাধ্যমের সহযোগিতা। সেই সমঝোতা বাস্তবায়নের জন্যই এ চুক্তি স্বাক্ষরিত হলো। ভারতের আকশাবাণীর সংগ্রহশালায় মুক্তিযুদ্ধের সময়কার বহু মূল্যবান ঘোষণা, ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ রেকর্ড করা রয়েছে। রয়েছে দুষ্প্রাপ্য তথ্য। সেসব এবার বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। চুক্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশ বেতারের এবং আকশাবাণীর পক্ষে ডিজিরা।

সর্বশেষ খবর