শিরোনাম
শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

কালো মাথা বুলবুলি

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

কালো মাথা বুলবুলি

আবাসিক পাখি কালো মাথা বুলবুলি। এদের ইংরেজি নাম Black-headed Bulbul. আর বৈজ্ঞানিক নাম Brachypodius atriceps. সিলেট অঞ্চলেই এদের বেশি দেখা যায়। এরা বুলবুলি পরিবারেরই সদস্য। তবে দেখতে বুলবুলির চেয়ে একটু ছোট। ভিন্নতা রয়েছে গায়ের রঙে। পাখি বিশারদরা জানান, কালো মাথা বুলবুলি দৈর্ঘ্যে ১৬ থেকে ১৮ সেমি। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। প্রাপ্তবয়স্ক পাখির মাথা ও গলা উজ্জ্বল কালো। কাঁধ-ঢাকনি জলপাই রঙের। ডানা-পিঠ-বুক জলপাই-হলুদ। পেট ও লেজের তলা হলুদ। ঠোঁট কালো। চোখ ফিকে নীল। পা ও পায়ের পাতা হালকা খয়েরি। আর প্রাপ্তবয়স্ক পাখির কপাল কালচে জলপাই। ডানার পালক বাদামি। থুঁতনি ও গলা জলপাই-হলুদ। কালো মাথা বুলবুলির এপ্রিল থেকে মে প্রজনন সময়। গাছের শাখা ডালে, আখের খেত কিংবা ঝোপঝাড়ে খড়কুড়ো, মরা পাতা ও চিকন ঘাস দিয়ে বাসা বানায়। ডিম পাড়ে ২ থেকে ৩টি। প্রায় ১৪ দিন তা দেওয়ার পর ডিম ফোটে বাচ্চা বের হয়। বাবা-মা উভয়ে ডিমে তা দেয়। বাচ্চাও লালন-পালন করে উভয়ে মিলে। ২০ থেকে ২২ দিনে বাচ্চা উড়তে শিখে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, কালো মাথা বুলবুলি বৃহত্তর সিলেট অঞ্চলেই বেশি দেখা যায়। তবে দেশের অনান্য অঞ্চলে কম। এরা  সচরাচর একাকী বা ছোট দলে বিচরণ করে। এরা বৃক্ষচারী দিবাচর পাখি। পোকামাকড় ও গাছের ফল খেয়ে তারা জীবন ধারণ করে। আমাদের দেশে এরা এখনো আশঙ্কাজনক নয়। তবে বন্যপ্রাণী আইনে এরা সংরক্ষিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর