সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় হাত হারানোর পর নিহত কলেজছাত্র রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) আবেদনের পর চেম্বার আদালত হাই কোর্টের আদেশে স্থগিতাদেশ না দিয়ে ১৭ মে নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছে। গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে বিআরটিসির পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম বায়েজীদ, সঙ্গে ছিলেন আইনজীবী মুনীরুজ্জামান। রাজীবের পরিবারের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি সাংবাদিকদের বলেন, চেম্বার আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করেনি। এ বিষয়ে ১৭ মে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে।  প্রসঙ্গত, ৩ এপ্রিল দুই বাসচালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হয়ে রাজীব আহত হয়ে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই দুর্ঘটনা এবং রাজীবের মৃত্যু সারা দেশকে নাড়া দেয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

সর্বশেষ খবর