সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা

আখাউড়ায় পর্যটনকেন্দ্র গড়তে চায় ত্রিপুরা

নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়াকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়তে চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বর্তমানে বিএসএফ-বিজিবি সকাল ও বিকালে নিয়মিত কুচকাওয়াজ করলেও বিশেষ দর্শক সমাবেশ হয় না। তাই এখানে অত্যাধুনিক শিল্প ও কুটির শিল্পের কেন্দ্র গড়ে দর্শক আকর্ষণ করার পরিকল্পনা করা হয়েছে। ভারত সরকার ২৫০ কোটি রুপি ব্যয়ে আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণ করছে। আগামী ২০২০ সালের মধ্যে চট্টগ্রাম এবং সিলেট ও ঢাকার সঙ্গে সরাসরি রেল চলাচলের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেল মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত করতে চায়। ১৫ কিমি. রেলপথের পাঁচ কিমি. ভারতের মধ্যে। অবশিষ্ট পথ বাংলাদেশের। আগামী দুই বছরের মধ্যে যোগাযোগ তৈরি হয়ে গেলে উভয় দেশের পর্যটকরা যাতায়াত করতে পারবেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। আখাউড়া পর্যটন কেন্দ্রের মধ্যে একটি স্টেডিয়াম গড়া হবে। তার জন্য ৯০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। এই নির্মাণ সম্পন্ন হলে উভয় দেশের মানুষ দেখার জন্য আসতে পারবেন।

সর্বশেষ খবর