সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৩৪

কলকাতা প্রতিনিধি

দিল্লি, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে বজ সহ বৃষ্টিপাত ও ধুলো ঝড়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক মানুষ।

গতকাল বিকালের পর থেকেই কালো মেঘে ছেয়ে যায় ভারতের রাজধানী দিল্লির আকাশ। শুরু হয় ধুলো ঝড় ও বৃষ্টিপাত।

দিল্লির একাধিক জায়গায় ১০৯ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ঝড়ের দাপটে একাধিক জায়গায় অন্তত ১৯০ টির মতো ছোট-বড় গাছ এবং ৪০ টির মতো বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বিপর্যস্ত হয়েছে সড়ক ও ট্রেন পরিষেবা। ঝড়ের দাপটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ওঠা-নামা ব্যাহত হয়। ফলে প্রায় ৭০টি বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় এবং প্রায় ২৪টির বেশি বিমান দেরিতে ছেড়েছে। ঝড়ের সময় অন্তত ২ জন নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া অন্ধ্রপ্রদেশে বজ পাতে ৯ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশেও ১১ জনের মৃত্যু হয়েছে। বাজ পড়ে কয়েকটি কাঁচা বাড়িতে আগুন ধরে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। পশ্চিমবঙ্গেও এদিন সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় বজ সহ বৃষ্টিপাত শুরু হয়। এতে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর